প্রতিবেদন : রাজ্যসভা নির্বাচনে লজ্জার হার হল কংগ্রেস প্রার্থী অভিষেক মনু সিংভির (Manu Singhvi)। নিজের দল কংগ্রেসের ৬ বিধায়কের ভোটই পেলেন না কংগ্রেস প্রার্থী। মঙ্গলবার বিজেপির প্রার্থীর কাছে হেরে গেলেন তিনি। ৬৮ আসনের হিমাচল বিধানসভার ৪০ জনই কংগ্রেসের বিধায়ক। সেখানে সরকার কংগ্রেসেরই। এ-রাজ্যে বিজেপি বিধায়ক রয়েছেন মাত্র ২৫ জন। অথচ দিনের শেষে গণনায় দেখা গেল ক্রস ভোটিংয়ে অভিষেক মনু সিংভিকে (Manu Singhvi) উড়িয়ে দিয়েছেন বিজেপি প্রার্থী। এমনকী কংগ্রেসের দাবি-করা তিন নির্দল বিধায়কের ভোটও গিয়েছে বিজেপির পক্ষে। সব মিলিয়ে ৯টি ভোট (ক্রস ভোট) বিজেপি প্রার্থীর পক্ষে গিয়েছে। এই হারে হতভম্ব কংগ্রেস মুখ লুকোনোর জায়গা পাচ্ছে না। যারা নিজেদের দলের বিধায়কদের ভোট সামলে রাখতে পারে না বিজেপি প্রার্থী জিতে যায় তারা আবার বাংলায় নির্বাচনের আগে আসন নিয়ে দর-কষাকষি করে কোন মুখে? এই প্রশ্নই এখন বঙ্গরাজনীতিতে ঘুরে বেড়াচ্ছে। এরপর কী বলবেন ওদের সভাপতি— যিনি সিপিএমের সঙ্গে হাত মিলিয়ে তৃণমূলকে হারাতে মাঠে নেমেছেন। তৃণমূলের স্পষ্ট বক্তব্য, আগে নিজের ঘর সামলাক কংগ্রেস তারপর আসন নিয়ে দর কষাকষি করবে। জানা গিয়েছে একটা সময় গণনায় দেখা যায় দুই প্রার্থী ৩৪টি করে ভোট পেয়েছেন। এরপর টসে জিতে যান বিজেপি প্রার্থী। তবে অভিষেক মনু সিংভির মতো দীর্ঘদিনের পোড়খাওয়া রাজনীতিবিদ বুঝতেই পারেননি, তাঁরই দলের ছয় বিধায়ক তাঁর বিপক্ষে ভোট দিয়ে তাঁকে হারিয়ে দেবেন। হতভম্ব কংগ্রেস হাইকমান্ডের তরফেও এ-নিয়ে কোনও বিবৃতি পাওয়া যায়নি।
আরও পড়ুন- বাংলায় দোস্তি কেরালায় কুস্তি!
রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…