বাংলায় দোস্তি কেরালায় কুস্তি!

Must read

প্রতিবেদন : চূড়ান্ত সুবিধাবাদ ও দ্বিচারিতা। কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর কেন্দ্র ওয়েনাড়ে একতরফা প্রার্থী ঘোষণা করে দিল বামেরা। মুখে বাম-কংগ্রেস বলছে তাদের লড়াই বিজেপির বিরুদ্ধে। এই বলে ইন্ডিয়া জোটেও আসে তারা। অথচ যেখানে তৃণমূল নেই, বিজেপিই প্রধান প্রতিপক্ষ, সেখানে গেরুয়া শিবিরকে হারাতে একজোট লড়ার বদলে এখন একে অপরের বিরুদ্ধে প্রার্থী দিচ্ছে কংগ্রেস-বাম। এতে বিরোধী ভোট ভাগ হওয়ার সুবিধা পেতে পারে গেরুয়া শিবির।
গত লোকসভা নির্বাচনে আমেঠিতে হারলেও কেরলের (West bengal- Kerala) ওয়েনাড়ে জিতে মুখরক্ষা হয় রাহুল গান্ধীর। এবার এখনও তাঁর কেন্দ্র ঘোষণা করা হয়নি। কিন্তু এর মধ্যেই সেই কেন্দ্রে একতরফা প্রার্থী ঘোষণা করে দিয়েছে বাম দল সিপিআই। প্রার্থী হচ্ছেন দলের সাধারণ সম্পাদক ডি রাজার স্ত্রী অ্যানি রাজা।

আরও পড়ুন-দিল্লি, হরিয়ানার ৫ আসনে প্রার্থীর নাম ঘোষণা আপের

Latest article