দিল্লি, হরিয়ানার ৫ আসনে প্রার্থীর নাম ঘোষণা আপের

কেজরিওয়ালকে আবার সমন ইডির

Must read

প্রতিবেদন : বিরোধী দলগুলির লোকসভা ভোটের প্রস্তুতি বানচাল করতে মোদি সরকারের ‘অস্ত্র’ কেন্দ্রীয় এজেন্সি। ইতিমধ্যেই বিজেপির বিরুদ্ধে দল ভাঙানোর অভিযোগ তুলে সরব আম আদমি পার্টি। এরই মধ্যে আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালকে অষ্টমবারের জন্য তলব করেছে ইডি।
এদিকে মঙ্গলবার লোকসভা নির্বাচনে দিল্লি থেকে চারজন এবং হরিয়ানা থেকে একজন মিলিয়ে মোট চার প্রার্থীর নাম ঘোষণা করেছে আপ (Delhi-Haryana-AAP)। নয়াদিল্লি আসন থেকে সোমনাথ ভারতী, পূর্ব দিল্লি থেকে কুলদীপ কুমার, দক্ষিণ দিল্লি থেকে সাহি রাম পেহেলওয়ান ও পশ্চিম দিল্লি থেকে মহাবল মিশ্রকে প্রার্থী করেছে আপ। পাশাপাশি হরিয়ানায় সুশীল গুপ্ত কুরুক্ষেত্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। দিল্লির সাতটি আসনের জন্য আপ এবং কংগ্রেসের মধ্যে চুক্তি অনুসারে, আপ (Delhi-Haryana-AAP) চারটিতে প্রতিদ্বন্দ্বিতা করবে। কংগ্রেস তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে।
নির্বাচনী প্রস্তুতির মাঝেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেট মঙ্গলবার আবগারি নীতি মামলায় অষ্টমবারের মতো দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে সমন জারি করেছে। তাঁকে ৪ মার্চ জিজ্ঞাসাবাদের জন্য হাজির হতে বলেছে। গত সাতবার জিজ্ঞাসাবাদের জন্য কেজরি হাজির না হলেও লিখিতভাবে প্রতিটি সমনের জবাব দিয়েছেন। আম আদমি পার্টির অভিযোগ, যেনতেন প্রকারে কেজরিকে গ্রেফতার করাই বিজেপি সরকারের উদ্দেশ্য।

আরও পড়ুন- কেন্দ্রকে ভর্ৎসনা, পতঞ্জলিকে আদালত অবমাননার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

Latest article