ব্রিগেড নিয়ে দলের নির্দেশিকা

Must read

প্রতিবেদন : আগামী ১০ মার্চ ব্রিগেডে জনগর্জন সভার ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস (TMC)। জেলায় জেলায় শুরু হয়েছে প্রস্তুতি। মঙ্গলবার দলের (TMC) তরফে নির্দেশ পৌঁছে গেল রাজ্যের কােনায় কোনায়। জেলা সভাপতি, চেয়ারম্যান, সাংসদ, বিধায়ক, শাখা সংগঠনের প্রধানদের উদ্দেশ্যে ব্রিগেড নিয়ে নির্দেশ দিলেন রাজ্য সভাপতি সুব্রত বক্সি। নির্দেশে বলা হয়েছে, অবিলম্বে প্রয়োজনীয় সার্বিক প্রস্তুতি নিয়ে এবং সমস্ত শাখা সংগঠনকে সঙ্গে নিয়ে ১০ মার্চের ব্রিগেড চলো অভিযানকে ঐতিহাসিক এবং অভূতপূর্ব করে তুলতে হবে। ওই নির্দেশনামায় আরও বলা হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে সরব হতে হবে। গত কিছুদিন ধরে রাজ্য জুড়ে কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ হয়েছে। এই কর্মসূচি সফল হয়েছে। গোটা দেশের দৃষ্টি আকর্ষণ করেছে। কিন্তু বাংলার প্রতি বঞ্চনার কোনও প্রতিকার এখনও হয়নি। তাই এবার আরও বড় মাপের আন্দোলন করতে নামছে দল। প্রতি জেলার এরই মধ্যে বিধানসভা ধরে প্রস্তুতিসভার সূচি তৈরি করা হচ্ছে। উত্তর ২৪ পরগনা জেলায় ২৮ তারিখ থেকে শুরু হয়ে যাচ্ছে বিধানসভাওয়াড়ি সভাগুলি।

আরও পড়ুন-দিল্লি, হরিয়ানার ৫ আসনে প্রার্থীর নাম ঘোষণা আপের

Latest article