প্রতিবেদন : কর্নাটকের বিধানসভা নির্বাচনে বিজেপিকে গোহারা হারিয়ে উজ্জীবিত কংগ্রেস। দক্ষিণের এই রাজ্যে বিপুল ভোটে জয়লাভের পর এবার লক্ষ্য মধ্যপ্রদেশের আসন্ন বিধানসভা নির্বাচন। সময় নষ্ট না করে এখন থেকেই প্রচারে নেমে পড়েছে কংগ্রেস। সোমবার প্রদেশ কংগ্রেস সভাপতি কমলনাথ দলের তরফে নির্বাচনী প্রতিশ্রুতিপত্র প্রকাশ করেছেন। কর্নাটকে কংগ্রেসের নির্বাচনী ইস্তাহার অনুকরণ করে তাতে একগুচ্ছ প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
আরও পড়ুন-রফতানির আগে সরকারি ল্যাবে পরীক্ষা করাতে হবে কাফ সিরাপ
কংগ্রেসের ঘোষণা, মধ্যপ্রদেশে ক্ষমতা দখল করলে প্রতিটি পরিবারকে ৫০০ টাকায় রান্নার গ্যাসের সিলিন্ডার দেওয়া হবে। পরিবার পিছু ১০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ পাবে। ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুতের দাম অর্ধেক করে দেওয়া হবে। বৃদ্ধ-বৃদ্ধাদের পেনশন প্রকল্পের পাশাপাশি প্রতি বাড়ির গৃহকর্ত্রীকে মাসিক দেড় হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। সোমবারই মধ্যপ্রদেশের বিজেপি মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহানের একটি ভিডিও ভাইরাল হয়েছে। তাতে দেখা গিয়েছে, শিবরাজের স্ত্রী মাটির উনুন জ্বালিয়ে রান্না করছেন। পাশে বসে আছেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন-জন্ম-মৃত্যুর তথ্য নথিভুক্তি বাধ্যতামূলক
ওই ভিডিও ট্যুইট করে কংগ্রেসের খোঁচা, চিন্তা করবেন না মামাজি, মুখ্যমন্ত্রী হিসাবে আপনার মেয়াদ ফুরিয়ে আসছে। শীঘ্রই মধ্যপ্রদেশে কমলনাথের নেতৃত্বে সরকার গড়বে কংগ্রেস। তখন আপনি মাত্র ৫০০ টাকায় গ্যাস সিলিন্ডার পাবেন। আপনার স্ত্রীকে আর উনুনে রান্না করতে হবে না।