রফতানির আগে সরকারি ল্যাবে পরীক্ষা করাতে হবে কাফ সিরাপ

উল্লেখ্য, গত বছর গাম্বিয়ায় ভারতীয় সংস্থার তৈরি কাফ সিরাপ খেয়ে ৬৬টি শিশুর মৃত্যু হয়েছিল। তার জেরেই এই বিশেষ নির্দেশিকা জারি হল।

Must read

প্রতিবেদন : রফতানির আগে সরকারি ল্যাবরেটরিতে পরীক্ষা করাতে হবে কাফ সিরাপ। পরীক্ষায় যদি গুণমান ঠিক থাকে তবেই ভারতীয় কাফ সিরাপ বিদেশে রফতানি করার অনুমতি মিলবে। এই নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় সরকার। জুন মাস থেকেই নতুন নিয়ম কার্যকর হবে। উল্লেখ্য, গত বছর গাম্বিয়ায় ভারতীয় সংস্থার তৈরি কাফ সিরাপ খেয়ে ৬৬টি শিশুর মৃত্যু হয়েছিল। তার জেরেই এই বিশেষ নির্দেশিকা জারি হল।

আরও পড়ুন-জন্ম-মৃত্যুর তথ্য নথিভুক্তি বাধ্যতামূলক

ডিরেক্টর জেনারেল অফ ফরেন ট্রেডের তরফে সোমবার এই নির্দেশিকা জারি করা হয়। ওই নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে, কাফ সিরাপ রফতানির আগে সরকারি ল্যাবরেটরিতে পরীক্ষা করাতে হবে। সেই নমুনা পরীক্ষায় পাশ করলে তবেই বিদেশে রফতানির অনুমতি মিলবে। ১ জুন থেকে সব ওষুধ প্রস্তুতকারী সংস্থাকে এই নিয়ম মানতে হবে। এই নির্দেশের সঙ্গেই সরকারি ল্যাবরেটরির তালিকাও প্রকাশ করা হয়েছে। জানা গিয়েছে, কলকাতা, মুম্বই, চেন্নাই, হায়দরাবাদ-সহ একাধিক শহরে কাফ সিরাপের নমুনা পরীক্ষা করতে পাঠানো হবে। রাজ্য সরকারের অধীনস্থ ল্যাবরেটরিগুলিতেও কাফ সিরাপ পরীক্ষা করা যাবে। প্রসঙ্গত, গত একবছরে ১৭০০ কোটি ডলারের কাফ সিরাপ রফতানি করেছে ভারত।

আরও পড়ুন-বিরোধীদের পেটানোর হুমকি দিচ্ছেন হরিয়ানার মুখ্যমন্ত্রী!

মেডেন ফার্মাসিউটিক্যাল নামে এক সংস্থার তৈরি কাফ সিরাপ খেয়ে গাম্বিয়ায় মৃত্যু হয়েছিল ৬৬টি শিশুর। বিশেষ কয়েকটি কাফ সিরাপ খাওয়ার কারণে শিশুদের কিডনি বিকল হয়ে গিয়েছিল। পরীক্ষায় দেখা গিয়েছে, বেশ কিছু বিষাক্ত কেমিক্যাল ছিল ওই কাফ সিরাপের মধ্যে।

Latest article