কংগ্রেস নিজেদের চরকায় তেল দিক

মেঘালয় তৃণমূলের বক্তব্য, জাতীয় দল হিসেবে তৃণমূল কংগ্রেসের সম্পূর্ণ অধিকার আছে দেশের যে কোনও রাজ্যে রাজনৈতিক কর্মসূচি ও লড়াই করার

Must read

প্রতিবেদন : তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলায় সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় একদিন আগেই কংগ্রেস নেতা রাহুল গান্ধীর কড়া সমালোচনা করেছেন। আর এবার মেঘালয় তৃণমূল কংগ্রেসের তরফেও রাহুলের আচরণের তীব্র প্রতিবাদ করা হল৷ বৃহস্পতিবার মেঘালয় তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি চার্লস পিনগ্রোপ, সহ সভাপতি জেমস লিংডো, স্টেট ইনচার্জ তথা বাংলার মন্ত্রী মানস ভুঁইয়া ও সাংসদ মহুয়া মৈত্র সাংবাদিকদের মুখোমুখি হয়ে কংগ্রেসের অসত্য কথার জবাব দেন।

আরও পড়ুন-মন্ত্রীর নির্দেশে কন্ট্রোল রুম

মেঘালয় তৃণমূলের বক্তব্য, জাতীয় দল হিসেবে তৃণমূল কংগ্রেসের সম্পূর্ণ অধিকার আছে দেশের যে কোনও রাজ্যে রাজনৈতিক কর্মসূচি ও লড়াই করার। তৃণমূল কংগ্রেস কী করবে তার জন্য কারও অন্য দলের কোনও নেতার পরামর্শের প্রয়োজন নেই। রাহুল গান্ধীর মতো লোকেরা নিজেদের চরকায় তেল দিক। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র বলেন, বাংলায় তৃণমূল কংগ্রেস প্রমাণ করে দিয়েছে, বিজেপিকে একমাত্র আমরাই রুখতে পারি। মন্ত্রী মানস ভুঁইয়ার কথায়, আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায় আগেই বলেছেন, তৃণমূল কংগ্রেস কোনও কংগ্রেস শাসিত রাজ্যে যায়নি। গোয়া-ত্রিপুরা-মেঘালয় সব জায়গায় বিজেপির সরকার রয়েছে। তাহলে কংগ্রেসের আপত্তি কীসের? আর কংগ্রেসের বিশ্বাসযোগ্যতা বলে কিছু আছে নাকি? মানুষের সমর্থন নিয়ে আমরা গণতন্ত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছি। ফলে রাহুল গান্ধী নিজের দল নিয়ে ভাবুন। চার্লস পিনগ্রোপ ও জেমস লিংডোও রাহুল গান্ধীর মন্তব্যের কড়া সমালোচনা করেন।

Latest article