ভাঙন ঠেকাতে মরিয়া কংগ্রেস, সোনিয়া-আজাদ বৈঠক, রাহুলে অনাস্থা বিক্ষুব্ধদের

সামগ্রিকভাবে জি-২৩ গোষ্ঠীর নেতারা চাইছেন, হাইকম্যান্ডকে সবার সঙ্গে আলোচনা করে যে কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করতে হবে।

Must read

প্রতিবেদন : ভরাডুবির পর বিক্ষোভের ডালপালা বাড়ছে। গান্ধী পরিবারের প্রকাশ্য সমালোচনায় অকুতোভয় অনেক নেতা। এই অবস্থায় বাজারে নিজেদের ইমেজ বাঁচিয়ে রাখতে সক্রিয় হল গান্ধী পরিবার। দলের দুর্দশা ঘোচাতে তাঁরা যে প্রয়োজনে নমনীয় হতেও তৈরি, এমন একটি বার্তাই ছড়িয়ে দিতে চাইছেন সোনিয়া-রাহুল। কংগ্রেসের জি-২৩ গোষ্ঠীর নেতাদের বহমান বিক্ষোভে তাই আগে থেকেই তাঁরা জল ঢালতে উদ্যোগী হল কংগ্রেস হাইকম্যান্ড।

কেন্দ্রীয় নেতৃত্বের কাজকর্মে বিক্ষুব্ধ জি-২৩ গোষ্ঠীর নেতাদের দাবি, কংগ্রেসে নতুন করে ভাঙন হোক, তা তাঁরাও চান না। কিন্তু গান্ধী পরিবারের একচ্ছত্র রাজত্বে তাঁদের তীব্র আপত্তি রয়েছে। পাঁচ রাজ্যের নির্বাচনে বেনজির ভরাডুবির পরে তিন-তিনবার বৈঠকে বসেছেন বিক্ষুব্ধ নেতারা। নিজেদের মধ্যে আলাদাভাবেও যোগাযোগ চালিয়ে যাচ্ছেন। বিক্ষোভের আঁচ বাড়তে পারে বুঝে অতঃপর খানিকটা নড়েচড়ে বসেছে কংগ্রেস হাইকম্যান্ড। শুক্রবার জি-২৩ গোষ্ঠীর অন্যতম নেতা গুলাম নবি আজাদের সঙ্গে দেখা করে কথা বলেছেন সভানেত্রী সোনিয়া গান্ধী। কী আলোচনা হয়েছে, তা নিয়ে যথারীতি বিশদে মুখ খোলেনি কোনও পক্ষই।

আরও পড়ুন-সহযোদ্ধাদের প্রাণ বাঁচিয়ে শহিদ এই মা

তবে দিল্লিতে বৈঠক শেষে গুলাম নবি প্রকাশ্যে বলেছেন, এই বৈঠক সাংবাদিকদের কাছে বড় খবর হলেও আমাদের কাছে নয়। এটা সংগঠনের নিয়মিত প্রক্রিয়ারই অংশমাত্র। এদিন কংগ্রেসের নেতৃত্বে বদল নিয়ে কোনও আলোচনা হয়নি। কেউ সোনিয়াজিকে ওয়ার্কিং কমিটির নেতৃত্ব থেকে সরে যেতে বলছেন না। তবে ঐক্যবদ্ধভাবে ভবিষ্যতে কোন পথে এগোনো যায়, তা নিয়ে কথা হয়েছে। কীভাবে আগামী নির্বাচনগুলির জন্য প্রস্তুত হওয়া যায়, কথা হয়েছে তা নিয়েও। রাজনৈতিক মহলের অভিমত, পরিকল্পিত কৌশলে শুধু আজাদ নন, একাধিক বিক্ষুব্ধের সঙ্গেই এরপর একে একে বৈঠক করতে পারেন সোনিয়া গান্ধী।

তবে সামগ্রিকভাবে জি-২৩ গোষ্ঠীর নেতারা চাইছেন, হাইকম্যান্ডকে সবার সঙ্গে আলোচনা করে যে কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। কারও একার ইচ্ছায় বা মর্জিমাফিক সংগঠন চলবে না। সোনিয়া গান্ধী সম্পর্কে তাঁদের তেমন অনীহা না-থাকলেও রাহুল গান্ধীর উপর যে তাঁদের কোনও ভরসাই নেই, তা স্পষ্টই জানিয়েছেন বিক্ষুব্ধ নেতারা।

Latest article