অগ্নিপথ প্রকল্প নিয়ে দলের প্রবীণ নেতা মণীশ তিওয়ারি (Congress Leader Manish Tiwari) যে মন্তব্য করেছেন সেটা একান্তই তাঁর ব্যক্তিগত। কংগ্রেস কখনওই মণীশের বক্তব্যকে সমর্থন করে না। অগ্নিপথ প্রকল্প নিয়ে মণীশ তিওয়ারির মন্তব্যকে এভাবেই উড়িয়ে দিল কংগ্রেস। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, দলের বিরুদ্ধাচারণের জন্য মণীশের বিরুদ্ধে কংগ্রেস ব্যবস্থা নিতে চলেছে। উল্লেখ্য, রাজনাথ সিংয়ের উপস্থিতিতে সংসদীয় কমিটির বৈঠকে অগ্নিপথ প্রকল্পের বিরোধিতা করে বিরোধী সাংসদরা সরকারকে যে চিঠি দিয়েছেন তাতে সই করতে অস্বীকার করেন মণীশ (Congress Leader Manish Tiwari)। তাঁর এই সিদ্ধান্তে কংগ্রেস স্বাভাবিকভাবেই প্রবল অস্বস্তিতে পড়েছে। এই বিষয়ে দলের এক সদস্য জানিয়েছেন, সম্প্রতি বিভিন্ন ইস্যুতে দলের বিরোধিতা করেছেন মণীশ। অগ্নিপথ তার মধ্যে অন্যতম। দল যেদিকে যাচ্ছে মণীশ তার বিপরীতে হাঁটছেন। তাই শীর্ষ নেতৃত্ব তাঁকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে।
আরও পড়ুন: বেকারত্ব, মূল্যবৃদ্ধি, কৃষক অসন্তোষ: হোর্ডিংয়ে মোদি সরকারের সমালোচনা