নেটে ফিরলেন রাহুল

Must read

বেঙ্গালুরু, ১৩ জুলাই : জার্মানিতে হার্নিয়া অস্ত্রোপচারের পর দেশে ফিরে নেটে নেমে পড়লেন কে এল রাহুল (KL Rahul)। বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি (এনসিএ)-তে বুধবার সকালে হালকা নেট সেশনে দেখা গেল সীমিত ওভারের ক্রিকেটে ভারতীয় দলের সহ-অধিনায়ককে। অগাস্টে এশিয়া কাপে ভারতীয় দলে ফেরার লক্ষ্য রাহুলের। ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, শর্টস পরে নেটে ব্যাটিং করছেন রাহুল। তবে শরীরের উপর যাতে চাপ না পড়ে তার জন্য সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে শুধুমাত্র বাঁ-পায়ে প্যাড পরে আছেন। শট খেলার ক্ষেত্রে কবজির ব্যবহার বেশি করছেন। অন্য একটি ছবিতে দেখা যায়, এনসিএ-র কোচিং স্টাফেদের সঙ্গে কথা বলছেন ভারতীয় তারকা। বেঙ্গালুরু নিজের শহর রাহুলের (KL Rahul)। তাই রিহ্যাবের সময়টায় অনেক বেশি স্বচ্ছন্দ তিনি। আশা করা যাচ্ছে, এশিয়া কাপের আগেই ফিট হয়ে যাবেন। জুনে দক্ষিণ আফ্রিকা সিরিজে চোট পেয়ে ছিটকে যান রাহুল। তাই ইংল্যান্ড যেতে পারেননি।

আরও পড়ুন: এগোলেন সিন্ধু-সাইনা, ছিটকে গেলেন শ্রীকান্ত

Latest article