কাশ্মীর অশান্ত, এই বার্তা মাঝে মধ্যেই সাধারণ মানুষের কানে আসে। আপাত দৃষ্টিতে শান্ত মনে হলেও ক্রমাগত ঘটে চলেছে হামলার ঘটনা। মঙ্গলবার পুলিশ সূত্রে খবর, জম্মু ও কাশ্মীর পুলিশের একজন মুখ্য কনস্টেবল উত্তর কাশ্মীরের (North Kashmir) তাংমার্গে তার বাসভবনের কাছে কিছু অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে নিহত হয়েছেন। গোলাম মোহাম্মদ দার নামে ওই পুলিশ হামলায় গুরুতর আহত হয়েছেন। খুব দ্রুত তাকে চিকিৎসার জন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। তবে শেষ রক্ষা হয় নি, চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। হাসপাতাল তরফে বলা হয়, মৃত অবস্থাতেই তাঁকে হাসপাতালে আনা হয়েছিল।
আরও পড়ুন-কেরালার ধারাবাহিক বিস্ফোরণের অভিযুক্তর ২৯শে নভেম্বর পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজত
কয়েকজন অজ্ঞাতপরিচয় বন্দুকধারী ওয়াইলু ক্রালপোরার বাসিন্দা দারের উপর গুলি চালায়। চিকিৎসার জন্য তাংমার্গের এসডি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছিল যেখানে তিনি মারা যান। উল্লেখ্য, দারকে জম্মু ও কাশ্মীর পুলিশের পুলিশ কন্ট্রোল রুম (পিসিআর) বিভাগে নিয়োগ করা হয়েছিল। তিন দিনে উপত্যকায় সন্ত্রাসীদের দ্বারা এটি তৃতীয় টার্গেট কিলিং।
আরও পড়ুন-সাবওয়ে উড়িয়ে দেওয়ার ‘হুমকি’, প্যারিসে হিজাব পরিহিত মহিলাকে গুলি পুলিশের
পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার উত্তর কাশ্মীরের বারামুল্লা জেলার ওয়াইলু এলাকায় সন্ত্রাসী হামলায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। “সন্ত্রাসীরা #বারামুল্লার ওয়াইলু ক্রালপোরার বাসিন্দা জেকেপি কর্মী এইচসি জি এইচ মোহাম্মদ দারকে তার বাসভবনে গুলি করে। চিকিৎসার জন্য এসডিএইচ তাংমার্গে স্থানান্তরিত করা হয়েছে। অবস্থা গুরুতর,” কর্তব্যরত এক পুলিশ আধিকারিক এক্সে জানান।