সংবাদদাতা, বালুরঘাট : ক্রেতা সুরক্ষা দফতর সম্পর্কে প্রত্যন্ত এলাকার মানুষকে ওয়াকিবহাল করতে উত্তরের প্রতি জেলায় মেলার আয়োজন করতে হবে। গঙ্গারামপুরে ক্রেতা সুরক্ষা মেলা উদ্বোধনে এমনটাই বললেন ক্রেতা সুরক্ষা মন্ত্রী বিপ্লব মিত্র। উল্লেখ্য, দক্ষিণবঙ্গের গণ্ডি পেরিয়ে প্রথমবার দক্ষিণ দিনাজপুর জেলায় অনুষ্ঠিত হচ্ছে ক্রেতা সুরক্ষা মেলা। ৩ দিন ব্যাপী ক্রেতা সুরক্ষা মেলার প্রথম দিনে অর্থাৎ রবিবার গঙ্গারামপুর স্টেডিয়ামে ছিল এই ক্রেতা সুরক্ষা মেলার শুভারম্ভ অনুষ্ঠান।
আরও পড়ুন-দোলে দুর্গাপুর ছোট শান্তিনিকেতন
এদিন রাজ্যের সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতরের মন্ত্রী মহম্মদ গোলাম রাব্বানি, সেচ ও জলপথ দফতর, উত্তরবঙ্গ উন্নয়ন দফতর, স্বনির্ভর গোষ্ঠী এবং স্বনিযুক্তি দফতরের মন্ত্রী সাবিনা ইয়াসমিন ও ক্রেতা সুরক্ষা দফতরের রাষ্ট্রমন্ত্রী শ্রীকান্ত মাহাত-র উপস্থিতিতে প্রদীপ প্রজ্বলন করে ক্রেতা সুরক্ষা মেলার উদ্বোধন করেন মন্ত্রী বিপ্লব মিত্র। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি লিপিকা রায়, জেলাশাসক বিজিন কৃষ্ণা, পুলিশ সুপার রাহুল দে। মেলাস্থলে রয়েছে ক্রেতা সুরক্ষা বিষয়ে সাধারণ মানুষদের সচেতন করতে একাধিক স্টল।
আরও পড়ুন-হাসপাতালে তাণ্ডবে এফআইআর
জানা গেছে ৩ দিন ব্যাপী অনুষ্ঠিত এই মেলায় রয়েছে ক্যুইজ প্রতিযোগিতা, সংগীতানুষ্ঠানের পাশাপাশি জনপরিষেবা অধিকার আইন নিয়ে নানাবিধ আলোচনা, অনলাইনে কেনাকেটা বিষয়ে সর্তকতা বিষয় নিয়ে সেমিনারের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি। মন্ত্রী বিপ্লব মিত্র বলেন যদি কোনও ক্রেতা ঠকে যায়, কেউ প্রতারিত হয় তাহলে অবশ্যই তারা আমাদের দফতরের সঙ্গে যোগাযোগ করবে আমাদের দফতর অবশ্যই তাদের পাশে থাকবে। এক্ষেত্রে তাদের ক্ষতিপূরণ আদায় করে দেওয়া বা তাদের সুবিচার পাইয়ে দেবে ক্রেতা সুরক্ষা দফতর।