মদনমোহনকে আবির ছুঁইয়ে রঙের উদযাপন

ভক্তদের জন্য দেবত্র ট্রাস্ট বোর্ডের পক্ষ থেকে ভেষজ আবিরের ব্যবস্থা করা হয়। সেই আবির ভক্তরা মদনমোহনের পায়ে অর্পণ করেন।

Must read

সংবাদদাতা, কোচবিহার : মদনমোহন দেবের পায়ে আবির ছুঁইয়ে দোল উৎসবের সূচনা করলেন কোচবিহারের মানুষ। মঙ্গলবার দোলপূর্ণিমার দিন কোচবিহারের রাজ পরিবারের কুলদেবতা মদনমোহন মন্দিরে হাজারো মানুষের শ্রদ্ধার আবিরে রাঙিয়ে উঠলেন মদনমোহন দেব। সেখানে রাজ পুরোহিতের মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে ভক্তরা মদনমোহন দেবের পায়ে আবির অর্পণ করেন। ভক্তদের জন্য দেবত্র ট্রাস্ট বোর্ডের পক্ষ থেকে ভেষজ আবিরের ব্যবস্থা করা হয়। সেই আবির ভক্তরা মদনমোহনের পায়ে অর্পণ করেন।

আরও পড়ুন-উত্তরের প্রতি জেলায় ক্রেতা সুরক্ষা মেলা

দোল উৎসব উপলক্ষে মদনমোহন মন্দির চত্বরে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়। এদিন দোল উৎসব উপলক্ষে মদনমোহন মন্দিরের গর্ভগৃহ থেকে মন্দিরের বারান্দায় মদনমোহন দেব অধিষ্ঠান করেন। সেখানেই দোল উৎসব উপলক্ষে তাঁর বিশেষ পুজো হয়। আবিরের রঙে মদনমোহনকে পুজো করে প্রণাম জানান। পালিত হয় বহ্নু উৎসব।

Latest article