এনবিএসটিসি কিনছে সিএনজি বাস

পরিবহণমন্ত্রী আগেই ঘোষণা করেছিলেন, সমস্ত রাষ্ট্রীয় পরিবহণ নিগমের বাসগুলোকে ধীরে ধীরে পরিবেশবান্ধব করে তোলা হবে।

Must read

সংবাদদাতা আলিপুরদুয়ার : পরিবহণমন্ত্রী আগেই ঘোষণা করেছিলেন, সমস্ত রাষ্ট্রীয় পরিবহণ নিগমের বাসগুলোকে ধীরে ধীরে পরিবেশবান্ধব করে তোলা হবে। ইতিমধ্যেই কলকাতায় সিএনজি চালিত ও ইলেকট্রিক চালিত বাস চালু হয়ে গেছে। এবার পালা উত্তরবঙ্গের। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমকে আরও আধুনিক ও পরিবেশবান্ধব করে গড়ে তুলতে বেশ কিছু সিদ্ধান্ত নেয়া হয়েছে। এই সিদ্ধান্ত অনুযায়ী পুজোর আগেই প্রায় বারো কোটি টাকা খরচ করে ৩৫টি সিএনজি বাস কিনবে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম এবং রাস্তায় চলাচলের সময় যাতে সিএনজি রিফিলিং করতে কোনও অসুবিধার মুখে না পড়তে হয়, সেই কথা মাথায় রেখে কোচবিহার ও কলকাতার মধ্যে তৈরি করা হবে মোট সাতটি সিএনজি রিফিলিং স্টেশন।

আরও পড়ুন-মদনমোহনকে আবির ছুঁইয়ে রঙের উদযাপন

সোমবার দীর্ঘদিন ধরে বন্ধ থাকা ফালাকাটা-জয়গাঁও রুটে নিগমের বাস চলাচলের উদ্বোধন করতে এসে নিগমের এই পরিকল্পনার কথা জানান নিগমের চেয়ারম্যান পার্থপ্রতিম রায়। ওই সাতটি রিফিলিং স্টেশনের মধ্যে ফালাকাটাতেও তৈরি করা হবে সিএনজি রিফিলিং স্টেশন। এদিনের অনুষ্ঠানে চেয়ারম্যানের সঙ্গে উপস্থিত ছিলেন ফালাকাটা পুরসভার চেয়ারম্যান প্রদীপ মুহুরি-সহ জেলা তৃণমূল সভাপতি প্রকাশ চিক বাড়াইক, সুভাষ রায় সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। পুরনো রুট পুনরায় খুলে যাওয়ায় খুশি ফালাকাটার ব্যবসায়ী সহ স্থানীয় বাসিন্দারা।

Latest article