কালিম্পং: একটানা বৃষ্টি চলছে পাহাড়ে। এখনই আবহাওয়া স্বাভাবিক হচ্ছে না বলে জানিয়েছে আবহাওয়া দফতর। এরই মধ্যে পাহাড়ে ফের ধস নেমে বিপত্তি। ২৯ মাইলের কাছে ১০ নম্বর জাতীয় সড়কে ধস নেমে কার্যত ব্যাহত হয়েছে সড়ক যোগাযোগ। আটকে পড়েছে বহু গাড়ি। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ শুরু করেছে প্রশাসন। নেমেছে বিপর্যয় মোকাবিলা দল। ঘটনাস্থলে পৌঁছেোছেন পূর্ত দফতরের কমীর্রা।
আরও পড়ুন :বিধানসভার গরিমা নষ্ট করছেন রাজ্যপাল, ধনকড়কে কড়া প্রতিক্রিয়া অধ্যক্ষের
উল্লেখ্য, তিনদিন আগেই ধস নামে ওই একই জায়গায়। ধসে ভেঙে পড়ে বাড়ি। মৃত্যু এক বৃদ্ধের। ফের ধস নামায় রীতিমত আতঙ্ক ছড়িয়েছে। গত একমাসে পাহাড়ে ধসের কারণে রাস্তার বেহাল দশা। ১০ নম্বর জাতীয় সড়কে এই নিয়ে বেশ কয়েকবার ধস নামল। কখনও ধসে বাড়ি ভেঙে কখনও আবার চলন্ত অটোর ওপর ধস পড়ে ঘটছে মৃতু্যর ঘটনাও। প্রশাসনের তরফে যাত্রীদের উদ্দেশে সতর্কতা জারি করা হয়েছে। বারবার ধসের কারণে বেহাল রাস্তা সাড়াইয়ের কাজ চলছে দ্রুততার সঙ্গে। একলেনের রাস্তা দিয়েই আটকে পড়া গাড়িগুলিকে পাড় করা হচ্ছে। রাস্তায় পড়ে থাকা বোল্ডার সড়ানো হচ্ছে।
আরও পড়ুন : কেন্দ্রের বঞ্চনা, আজও সীমান্তে বন্ধ ভারত-বাংলাদেশ ট্রেন
এদিকে, উত্তর ও দক্ষিণবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। উত্তরের আলিপুরদুয়ার, কোচবিহার-সহ একাধিক জেলাগুলিতে রয়েছে ভরীবৃষ্টির সম্ভাবনা।