“আমি কিছুদিন আগেই প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কৃষকবন্ধু প্রকল্পের পাঁচ হাজার টাকা পেয়ে ভীষণভাবে উপকৃত হয়েছি”

Must read

সুধীর ঘোষ। আমি জাহান্নগর গ্রামপঞ্চায়েতের ভাতশালা গ্রামের এক কৃষক। ১ একর ১৯ শতক জমিতে ধান, পাট ও সবজি চাষ করি। তা থেকেই সংসার চালাই। আগে কৃষিকাজে মহাজনের কাছ থেকে চড়া সুদে ঋণ নিতে হত। ভালো উৎপাদন না হলে ঋণের টাকা কীভাবে মেটাব, সেই চিন্তায় রাতের ঘুম উড়ে যেত। বর্তমান সরকারের কৃষকবন্ধু প্রকল্প আমাদের মতো চাষীদের মুখে হাসি ফুটিয়েছে। যাদের অল্প জমি আছে তাঁরাও টাকা পাচ্ছেন। আমি কিছুদিন আগেই প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কৃষকবন্ধু প্রকল্পের পাঁচ হাজার টাকা পেয়ে ভীষণভাবে উপকৃত হয়েছি। আগে ভাবতেই পারতাম না, এই ধরনের সুযোগ পাব। কৃষকবন্ধু প্রকল্পের টাকা পেয়ে মহাজনের হাত থেকে রেহাই পেয়েছি। নিজেই স্বাবলম্বী হয়ে উঠছি। তাই দিদিকে শতকোটি প্রণাম।

Latest article