বিদ্যুৎ সংক্রান্ত সমস্যার খবর ও দ্রুত মেরামতির কারণে বিদ্যুৎ ভবনে (Electricity Building) খোলা হল ২৪×৭ কন্ট্রোল রুম। কন্ট্রোল রুমের (Control Room) দুটি নম্বর রয়েছে। ৮৯০০৭৯৩৫০৩, ৮৯০০৭৯৩৫০৪।
আরও পড়ুন: গলায় ফাঁস লেগেই মৃত্যু কাশীপুরের বিজেপি যুবনেতার: ‘অমিত শাহ মিথ্যাবাদী’, তোপ তৃণমূলের
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) নির্দেশে ঝড়-বৃষ্টির কথা মাথায় রেখে বিদ্যুৎ সংক্রান্ত সমস্যার খবর ও দ্রুত মেরামতির লক্ষ্যে মঙ্গলবার খোলা হল কন্ট্রোল রুম। আজ অর্থাৎ ১০ মে, ২০২২ থেকে বিদ্যুৎ ভবনে (Electricity Building) একটি ২৪x৭ কন্ট্রোল রুম (Control Room) খোলা হয়েছে। ৫ নভেম্বর, ২০২২ পর্যন্ত এই কন্ট্রোল রুম খোলা থাকবে। ঝড়-বৃষ্টিতে কোথাও কোনও বিদ্যুতের তার ছিঁড়ে যায়, পোল পড়ে যায় বা ট্রান্সফর্মার বিকল হয়, সরাসরি কন্ট্রোল রুমে ফোন বা হোয়াটস অ্যাপের মাধ্যমে তা জানানোর ব্যবস্থা করা হয়েছে।