প্রতিবেদন : মোদি পদবি নিয়ে বিতর্কিত মন্তব্য করায় দুই বছরের জেলের সাজা হয় রাহুল গান্ধীর। ঘটনার জেরে লোকসভার সদস্য পদ হারাতে হয়েছিল প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুলকে। এবার দোষী সাব্যস্ত হওয়ায় সাংসদ পদ হারাতে চলেছেন আরও এক সাংসদ। তিনি হলেন মায়াবতীর বহুজন সমাজ পার্টির সাংসদ আফজল আনসারি।
আরও পড়ুন-সিবিআইকে ভর্ৎসনা করলেন বিচারক
শনিবার গাজিপুরের সাংসদ-বিধায়ক আদালত বিজেপি বিধায়ক কৃষ্ণানন্দ রাইয়ের অপহরণ ও হত্যা মামলায় বাহুবলী নেতা তথা বসপা সাংসদ আফজলকে চার বছরের জেলের সাজা শুনিয়েছে। সেই সঙ্গে এক লক্ষ টাকা জরিমানাও করেছে। সাজা ঘোষণার সঙ্গে সঙ্গেই গাজিপুর লোকসভা কেন্দ্রের এই সাংসদকে গ্রেফতার করেছে পুলিশ। জনপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী, কোনও বিধায়ক-সাংসদকে ফৌজদারি মামলায় দুই বছর কিংবা তার বেশি সাজা শোনানো হলে সঙ্গে সঙ্গেই তাঁর সদস্যপদ খারিজ হয়ে যায়। যে কারণে সুরাতের নিম্ন আদালত মোদি পদবি মামলায় রাহুলকে দুই বছর জেলের সাজা শোনানোয় পরের দিন ২৪ মার্চ রাহুলের সাংসদ পদ খারিজ করে দিয়েছিলেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। উল্লেখ্য, ২০০৫ সালে বিজেপি বিধায়ক কৃষ্ণানন্দ রাইকে অপহরণ করে খুন করার অভিযোগ ওঠে গাজিপুরের দুই বাহুবলী নেতা মুখতার আনসারি ও তাঁর ভাই আফজল আনসারির বিরুদ্ধে।
আরও পড়ুন-দাঙ্গা করে গ্রেফতার বিজেপির বিধায়ক
দীর্ঘ ১৮ বছর বাদে এদিন ওই মামলার রায় ঘোষণা করেন গাজিপুরের সাংসদ-বিধায়ক আদালতের বিচারক। মুখতার আনসারিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ডের পাশাপাশি পাঁচ লক্ষ টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।