আগ্নেয়াস্ত্র-সহ ৩ দুষ্কৃতীকে গ্রেফতার কোচবিহার পুলিশের

Must read

বড় সাফল্য কোচবিহার পুলিশের (Coochbihar Police)। আগ্নেয়াস্ত্র-সহ তিন দুষ্কৃতীকে গ্রেফতার করল কোচবিহার জেলা পুলিশের স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ। জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে গভীর রাতে কোচবিহার শহর সংলগ্ন হরিণ চওড়া রেলগেট এলাকায় একটি গাড়ি আটকে তল্লাশি করে ৫ টি দেশীয় পিস্তল-সহ তিনজনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের বাড়ি বিহারের পূর্ণিয়া জেলায়। নাম রাহুল কুমার মাহাতো, সানি কুমার পাশওয়ান, ধনঞ্জয় শাহ।

আরও পড়ুন: কলকাতাকে হারিয়ে দেবে বর্ধমান, আশা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার কোচবিহার (Coochbihar Police) জেলা পুলিশ সুপার সুমিত কুমার (Sumit kumar) সাংবাদিক বৈঠক করে জানান, তাদেরকে জেরা করে মূলত কোথায় এই আগ্নেয়াস্ত্র-গুলি বিক্রি করার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল সেই তথ্য বের করা হবে। তবে মনে করা হচ্ছে সম্ভবত দিনহাটাতেই বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল আগ্নেয়াস্ত্রগুলি। ধৃতদের পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলেও তিনি পুলিশ সুপার। স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের এই সাফল্যকে সাধুবাদ জানিয়েছেন সুমিত কুমার। কোচবিহারে শান্তি শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে পুলিশ-প্রশাসন সদা সতর্ক রয়েছে বলেও জেলা পুলিশ সুপার জানান।

পুলিশ সূত্রে খবর, একটি ব্যাগে করে ওই আগ্নেয়াস্ত্রগুলি নিয়ে যাওয়া হচ্ছিল। পুলিশ সেই ব্যাগটিকেও বাজেয়াপ্ত করেছে। পাশাপাশি এই কাজে ব্যবহৃত একটি গাড়িটিও বাজেয়াপ্ত করেছে পুলিশ। কিছুদিন আগেই দিনহাটায় আগ্নেয়াস্ত্র তৈরির কারখানার হদিশ মেলে। শুধু তাই নয়, আগ্নেয়াস্ত্রসহ বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয় বিভিন্ন জায়গা থেকে। সে জায়গায় দাঁড়িয়ে খোঁজ বিহারের এই তিন যুবককে গ্রেফতার করে পুলিশ আরো নতুন কোন তথ্য পায় কিনা সেদিকেই তাকিয়ে রয়েছেন সকলেই।

Latest article