প্রতিবেদন : এরাজ্য সহ দেশের পূর্বাঞ্চলীয় বিভিন্ন রাজ্যে ক্রমবর্ধমান মাওবাদী কার্যকলাপ রোধে প্রয়োজনীয় পদক্ষেপ স্থির করতে পূর্বাঞ্চলীয় পর্ষদ বৈঠকে বসছে। এর আগে ২০১৮ সালে এরাজ্যে তৎকালীন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের পৌরোহিত্যে পূর্বাঞ্চলীয় পর্ষদের বৈঠক অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন-পুলিশে রদবদল
এবারেও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পৌরোহিত্যে এরাজ্যে পরিষদের বৈঠক বসতে চলেছে। মাওবাদী সমস্যা ছাড়াও রাজ্যগুলির মধ্যে পারস্পরিক যোগাযোগ বাড়ানো, নদীর জলের সুষম বণ্টনের মতো বিষয়গুলি নিয়ে আলোচনা হবে। ওই বৈঠকের প্রস্তুতিতে আজ পূর্বাঞ্চলীয় পরিষদের স্থায়ী কমিটি আজ বৈঠক করে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সহ বেশ কয়েকটি মন্ত্রকের সচিবরা বৈঠকে ছিলেন। পরিষদের সদস্য রাজ্য পশ্চিমবঙ্গ, ওড়িশা, বিহার এবং ঝাড়খণ্ডের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবরা ওই ভার্চুয়াল বৈঠকে উপস্থিত ছিলেন। পূর্বাঞ্চলীয় পরিষদ বিহার, ওড়িশা, পশ্চিমবঙ্গ, ও ঝাড়খণ্ডকে নিয়ে গঠিত। এই পরিষদের চেয়ারম্যান কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী। প্রতিটি রাজ্যের মুখ্যমন্ত্রী ও দু’জন করে মন্ত্রী এর সদস্য। চলতি বছর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষদের ভাইস চেয়ারম্যান হচ্ছেন বলে জানা গিয়েছে।










