সংবাদদাতা, সাগর : আসন্ন সাগরমেলা উপলক্ষে শুক্রবার সাগর ব্লক অফিসে সমন্বয় বৈঠক হল। পৌরোহিত্য করেন বিধায়ক তথা সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা। ছিলেন জেলা পরিকল্পনা আধিকারিক, কাকদ্বীপের মহকুমা শাসক অরণ্য বন্দ্যোপাধ্যায়, সুন্দরবন-বকখালি উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান শ্রীমন্ত মালি, দফতরের আধিকারিক শম্ভুদীপ সরকার, বিডিও সুদীপ্ত মণ্ডল-সহ মেলা পরিকাঠামোর সঙ্গে যুক্ত আধিকারিকরা। বৈঠকে কাজের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
আরও পড়ুন-ডেঙ্গি নিয়ে কেন্দ্রকে পাল্টা যুক্তি রাজ্যের তথ্য গোপনের অভিযোগ অসত্য
গতিবৃদ্ধির উপর জোর দেন মন্ত্রী-সহ প্রশাসনিক কর্তারা। ২৫ ডিসেম্বরের মধ্যে পরিকাঠামো উন্নয়নের কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নিয়েছে প্রশাসন। তারপরই প্রতিবারের মতো এবারও মেলার সর্বশেষ পরিকাঠামো খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী আসতে পারেন বলে খবর। মেলার মাঠে একটি হেলিপ্যাড তৈরির কাজ নিয়েও আলোচনা শেষে মন্ত্রী-সহ মহকুমা শাসক হেলিপ্যাডের কাজ পরিদর্শন করেন। মন্ত্রী বলেন, ‘পয়লা নভেম্বর থেকে মুড়িগঙ্গা ও বেনুবন পয়েন্টে ড্রেজিংয়ের কাজ শুরু হয়েছে। মেলার মাঠে হেলিপ্যাড তৈরির কাজও দ্রুত শেষ করতে বলা হয়েছে। মেলাকে বিশ্বজনীন করাই সরকারের লক্ষ্য।’