স্কুলে পাঁচিল ভেঙে মৃত্যু,মুর্শিদাবাদে পাখা ভেঙে আহত ছাত্র

স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের সামগ্রী তৈরি বলেই এই অবস্থা। স্থানীয় মানুষজন স্কুলে ঢুকে ভাঙচুরও করে। পুলিশের সঙ্গে তাদের খণ্ডযুদ্ধও হয়।

Must read

প্রতিবেদন : মালদহের মোথাবাড়িতে স্কুলে বাথরুমের ছাদ ধসে ছাত্রের মৃত্যুর ঘটনার রেশ কাটতে না কাটতেই পুরুলিয়ার আদ্রার শ্যামসুন্দর প্রাথমিক বিদ্যালয় চত্বরে খেলতে এসে দুর্ঘটনা। শৌচাগারের পাঁচিল চাপা পড়ে মৃত্যু হল ন বছরের এক বালকের। শুক্রবার সকালে স্কুলচত্বরে খেলতে এসেছিলেন কয়েকজন বালক। আচমকাই শৌচাগারের পাঁচিল ভেঙে পড়ে মণীন্দ্র চিত্রকরের ওপর। বাড়ি শ্যামসুন্দরপুর গ্রামেই। তাকে সঙ্গে সঙ্গে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি।

আরও পড়ুন-সাগরমেলা নিয়ে সমন্বয় বৈঠক

স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের সামগ্রী তৈরি বলেই এই অবস্থা। স্থানীয় মানুষজন স্কুলে ঢুকে ভাঙচুরও করে। পুলিশের সঙ্গে তাদের খণ্ডযুদ্ধও হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনার খবর পেয়েই বিডিও, এসডিপিও, বিদ্যালয় পরিদর্শক, আদ্রা থানার আইসি ঘটনাস্থলে যান। প্রশাসন এ ব্যাপারে দোষীদের চিহ্নিত করে শাস্তি দিতে কড়া পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছে। আরেকটি ঘটনায় মুর্শিদাবাদের হরিহরপাড়ায় গোবরগারা হাইস্কুলে শ্রেণিকক্ষের পাখা খুলে পড়ে জখম হয়েছে নবম শ্রেণির এক ছাত্র।

Latest article