দক্ষিণবঙ্গে (South Bengal) বৃষ্টির দেখা নেই কিন্তু উত্তরবঙ্গে (North Bengal) বৃষ্টি উত্তরবঙ্গের কৃষকদের বেশ চিন্তায় ফেলেছে। পর্যাপ্ত পরিমাণ রোদ নেই তাই ভুট্টা শুকানো যাচ্ছে না। এই সমস্যা থেকে কিভাবে মুক্তি পাওয়া যাবে এই নিয়ে চিন্তিত চাষিরা।
আরও পড়ুন-বেঙ্গালুরুতে অনলাইন অ্যাপ বাইকে যৌন হেনস্থার শিকার যুবতী
বেশ কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টির ফলে দার্জিলিং জেলায় রোদ্দুর একেবারেই নেই। শিলিগুড়ি মহকুমায় খড়িবাড়ি ব্লকের ভুট্টা চাষীরা মহাজনের থেকে ঋণ নিয়ে ভুট্টা চাষ করেছেন। তবে এই অবস্থায় চাষের এই অবস্থা হলে ঋণ কী করে পরিশোধ করবেন চাষীরা।
প্রসঙ্গত, কৃষকদের এক বিঘে জমিতে ভুট্টা চাষে খরচ হয় ১০ থেকে ১৫ হাজার টাকা। এ বছর খড়িবাড়ি ব্লক জুড়ে কমপক্ষে দুইশ একর জমিতে ভুট্টা চাষীরা ভুট্টা লাগিয়েছেন। পর্যাপ্ত পরিমাণ রোদের অভাবে হাহাকার লেগে গিয়েছে একপ্রকার।
আরও পড়ুন-প্রতারণার শিকার কৌশিকী চক্রবর্তী, গ্রেফতার পরিচিত এক যুবক
রোদের তেজ নেই তাই ভুট্টা পচে যাচ্ছে, কালো হয়ে যাচ্ছে। ভুট্টার থেকে দুর্গন্ধ বেরিয়ে যাচ্ছে। এভাবে চলতে থাকলে বিপুল পরিমান লোকসানের মুখে পড়তে হবে চাষীদের।
আরও পড়ুন-কমিশনের উদ্যোগে চেকিং প্রশিক্ষণ শিবির, শুরু লোকসভা ভোটের প্রস্তুতি
এই অবস্থায় চাষীরা সরকারের কাছে আবেদন রেখেছেন যদি কোন রকম ভাবে তাদের কৃষি ঋণ মুকুব করা যায় বা সরকারি সহযোগিতা করা যায়। উল্লেখ্য, খড়িবাড়ি ব্লকে মোট ১৭৫০ হেক্টর জমিতে চলতি বছরে ভুট্টা চাষ হয়েছে। শস্য বিমার আওতায় ভুট্টা পরে না তাই ক্ষতিগ্রস্ত চাষিরা বিমার ক্ষতিপূরণের টাকা পাবেন না। কিন্তু আশার বার্তা এটাই যে ক্ষতিগ্রস্ত চাষিরা আবেদন করলে বিষয়টিতে উপযুক্ত ব্যবস্থা গ্রহনের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান হবে।