প্রতারণার শিকার কৌশিকী চক্রবর্তী, গ্রেফতার পরিচিত এক যুবক

কৌশিকী লক্ষ্য করেছিলেন গত কয়েক মাসে শিক্ষার্থীদের থেকে প্রাপ্ত টাকা থেকে আয় কমে গিয়েছে। তখনই তার সন্দেহ হয় আকাশের ওপর।

Must read

সঙ্গীত (singer) শিল্পী কৌশিকী চক্রবর্তী (Kaushiki Chakraborty) এবার প্রতারণার শিকার হলেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রায় দুলক্ষ টাকা প্রতারণার অভিযোগ তার সঙ্গীত স্কুলের এক কর্মীর বিরুদ্ধে। ওই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। নাম আকাশ ভাণ্ডারী। এই বিষয়ে অভিযোগ জানানো হয়েছে, দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দা আকাশ কয়েকদিন ধরে কৌশিকী চক্রবর্তীর স্কুলে দায়িত্বে ছিল এবং শিক্ষার্থীদের থেকে মাসিক ফি নেওয়ার কাজ করতেন।

আরও পড়ুন-কমিশনের উদ্যোগে চেকিং প্রশিক্ষণ শিবির, শুরু লোকসভা ভোটের প্রস্তুতি

কৌশিকী লক্ষ্য করেছিলেন গত কয়েক মাসে শিক্ষার্থীদের থেকে প্রাপ্ত টাকা থেকে আয় কমে গিয়েছে। তখনই তার সন্দেহ হয় আকাশের ওপর। কৌশিকী তখন অভিভাবকদের সাথে কথা বলে জানতে পারেন, আকাশ একটি অ্যাকাউন্ট নম্বর দিয়ে সেখানে টাকা দিতে বলেছেন। ১৮ জুলাই লেক থানায় এই যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। তদন্ত শুরু করে পুলিশ জানতে পারে আকাশের ব্যক্তিগত ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা পড়েছে।

আরও পড়ুন-বিজেপি শাসনের নমুনা তুলে কড়া জবাব তৃণমূলের

তিনি ওই টাকা দিয়ে একটি ল্যাপটপ ও দুটি মোবাইল কিনেছেন। মোবাইল উদ্ধার হয়েছে। অবশেষে গ্রেফতার করা হয় আকাশকে। আপাতত পুলিশ হেফাজতে আছে সে।

Latest article