নিয়ন্ত্রণে করোনা, কমছে হাসপাতালের বেড, সেফ হোম

Must read

প্রতিবেদন : রাজ্যের করোনা পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে। দৈনিক সংক্রমণের হার আপাতত নিম্নমুখী। তাই করোনা চিকিৎসার পরিকাঠামো কিছুটা সংস্কারে উদ্যোগী হল রাজ্য সরকার। স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, সরকারি হাসপাতাল ও মেডিক্যাল কলেজ-সহ অধিকাংশ স্বাস্থ্য পরিকাঠামো, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের অধিকাংশই গত দু’বছর ধরে শুধুমাত্র করোনা চিকিৎসার কাজে নিয়োজিত ছিলেন। এ জন্য করোনা ছাড়া অন্যান্য রোগের চিকিৎসা পরিষেবা বিঘ্নিত হচ্ছে। এখন করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় অন্য রোগের চিকিৎসার উপরেও বাড়তি নজর দিতে চায় স্বাস্থ্য দফতর।
স্বাস্থ্য দফতর সূত্রে খবর, জেলাপিছু আপাতত একটি বা দু’টি কোভিড হাসপাতাল বা ওয়ার্ড চালু রাখা হবে। বাকিগুলি আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই মর্মে দফতরের তরফে এক নির্দেশিকা জারি করা হয়েছে। করোনা রোগীদের চিকিৎসায় চুক্তিভিত্তিক যে সব স্বেচ্ছাসেবক বা কর্মী নিয়োগ করা হয়েছিল, তাঁদেরও অবিলম্বে ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন : লক্ষ্মীর ভাণ্ডারের টাকায় স্ট্রিট লাইট

প্রতি জেলায় দু’একটি সেফ হোম রেখে বাকিগুলিকে বন্ধ করার কথাও বলা হয়েছে দফতরের নির্দেশিকায়। করোনা পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে এসেছে বলেই আপাতত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্যভবন। তবে একই সঙ্গে স্বাস্থ্য দফতরের তরফে করোনা মোকাবিলায় কোনও ফাঁকফোকর রাখা যাবে না বলে সতর্ক করে দেওয়া হয়েছে।
করোনা চিকিৎসার প্রয়োজনীয় সরঞ্জাম এবং পরিকাঠামো প্রস্তুত রাখতে হবে। তবে কোন জেলায় কীভাবে এই পরিকাঠামো তৈরি হবে, তা সংশ্লিষ্ট জেলাশাসকের সঙ্গে পরামর্শ করে তবেই সিদ্ধান্ত নিতে বলা হয়েছে স্বাস্থ্য দফতরের নির্দেশিকায়। করোনা ওয়ার্ডে কর্মরত হাসপাতালের অতিরিক্ত কর্মীদের স্বাভাবিক কাজে ফেরার নির্দেশও জারি করা হয়েছে। কলকাতার পাশাপাশি জেলাগুলিতেও এই নির্দেশিকা অবিলম্বে কার্যকর কথাও বলা হয়েছে।

Latest article