কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক আগেই জানিয়েছিল ৩১ মার্চের পর থেকে করোনা সংক্রান্ত বিধিনিষেধ (Corona Restrictions) তুলে দেওয়া হচ্ছে। তবে মাস্ক পরা চালু রাখতে হবে। করোনা সংক্রমণের অভিঘাত সবচেয়ে বেশি যে রাজ্যের উপর পড়েছিল সেই মহারাষ্ট্রেও করোনা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে। তাই ২ এপ্রিল থেকে করোনাজনিত সব ধরনের বিধিনিষেধ তুলে নিচ্ছে মহারাষ্ট্র সরকার। এমনকী, এই রাজ্যে মাস্ক পরাও আর বাধ্যতামূলক থাকছে না। বৃহস্পতিবার এক নির্দেশিকায় জানিয়েছে মহারাষ্ট্র সরকার। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপে বলেন, কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা মেনে এবং কোভিড টাস্ক ফোর্সের সঙ্গে পরামর্শ করেই ২ এপ্রিল থেকে করােনাজনিত সব নিষেধাজ্ঞা(Corona Restrictions) প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, মহারাষ্ট্রেই করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা ছিল সর্বাধিক।
আরও পড়ুন: সঙ্কটে শ্রীলঙ্কা, বন্ধ গণপরিবহণ