সঙ্কটে শ্রীলঙ্কা, বন্ধ গণপরিবহণ

Must read

আর্থিক সঙ্কটের কারণে পেট্রোল-ডিজেল কিনতে পারছে না শ্রীলঙ্কা (Sri Lanka Crisis)। দেশে শেষ হয়ে গিয়েছে ডিজেল। ফলে শুক্রবার থেকে এই দ্বীপে গণপরিবহণ বন্ধ হয়ে যাচ্ছে। দাম মেটাতে না পারায় বেশ কিছুদিন আগেই বন্ধ হয়ে গিয়েছে তেল আমদানি। এতদিন সঞ্চিত তেল দিয়ে কোনওরকমে টিকিয়ে রাখা হয়েছিল গণপরিবহণ ও বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা। বৃহস্পতিবার সেই সঞ্চিত তেলও শেষ হয়েছে। তাই শুক্রবার থেকে বন্ধ হয়ে যাচ্ছে গণপরিবহণ। পাশাপাশি কিভাবে বিদ্যুৎ তৈরি হবে তা নিয়েও দেখা দিয়েছে চরম ধোঁয়াশা। যদি বিদ্যুৎ উৎপাদন না হয় তাহলে কার্যত অন্ধকারে ডুবে যাবে শ্রীলঙ্কা (Sri Lanka Crisis)। বৃহস্পতিবার সকাল থেকেই দেশের বিভিন্ন পেট্রোল পাম্পে ডিজেল বিক্রি বন্ধ হয়ে গিয়েছে। ডিজেলের অভাবে জেনারেটরও চালানো যাচ্ছে না। ফলে বুধবার দেশের বিভিন্ন এলাকায় ১৫ ঘণ্টারও বেশি সময় বিদ্যুৎ পরিষেবা ছিল না।

আরও পড়ুন: ব্যর্থ পদ্মের মিথ্যে নাটক

Latest article