ডিপো না বাড়িয়ে কেন্দ্র বাড়াচ্ছে দাম

Must read

প্রতিবেদন: দেশ জুড়ে লাগামহীন পেট্রোল, ডিজেল। ব্যতিক্রম নয় এ রাজ্যও। গত প্রায় দশদিন ধরে রোজই বেড়ে চলেছে পেট্রোল ও ডিজেলের দাম। কোথায় গিয়ে থামবে কেউ জানে না। উদাসীন কেন্দ্রীয় সরকার। নাভিশ্বাস আমজনতার। জ্বালানির জ্বালা থেকে মুক্তি মিলবে কীভাবে জানা নেই কারও। গত কয়েকদিনের ধারা বজায় রেখে বৃহস্পতিবারও বাড়ল দুই পেট্রোপণ্যের দাম। লিটারে ৮৩ পয়সা বেড়ে কলকাতায় (Kolkata) পেট্রোলের দাম হল ১১১ টাকা ৩৫ পয়সা। আর লিটারে ৮০ পয়সা বেড়ে শহরে ডিজেলের দাম ৯৬ টাকা ২২ পয়সা। তবে দামবৃদ্ধির দৌড়ে শহর কলকাতাকে টেক্কা দিচ্ছে বেশ কয়েকটি জেলা শহর। মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, নদিয়ার মতো জেলাগুলি পেট্রোল, ডিজেলের দামে টেক্কা দিচ্ছে কলকাতাকে। জেলাগুলির অধিকাংশ জায়গাতেই দুই জ্বালানির দামই কলকাতার (Kolkata) থেকে বেশি। বহরমপুরে এরই মধ্যে পেট্রোল ১১২ টাকা ৩৮ পয়সায় গিয়ে ঠেকেছে। ডিজেল দাঁড়িয়েছে ৯৭ টাকা ১৭ পয়সায়।। বহরমপুরের মতো ঝাড়গ্রামেও পেট্রোলের দাম বেড়ে দাঁড়িয়েছে ১১২ টাকা ৫২ পয়সায়। ডিজেলের দাম দাঁড়িয়েছে ৯৭ টাকা ২৭ পয়সায়। এখন প্রশ্ন হল বারবার কেন এই ছবিটা সামনে আসছে। একই রাজ্যের মধ্যে এক-এক জায়গায় জ্বালানির একেক রকম দাম। দামের এই হেরফের হওয়ার মূল কারণই হল ট্রান্সপোর্ট খরচ। যা সব জায়গায় সমান নয়। এমনই দাবি ওয়েস্ট বেঙ্গল পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশনের জয়েন্ট সেক্রেটারি প্রসেনজিৎ সেনের। তিনি বলছেন, ট্রান্সপোর্ট খরচ সব জায়গায় সমান নয়। কারণ, এ রাজ্যে রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলির পর্যাপ্ত ডিপো নেই। তাই ডিপো থেকে দূরে তেল পাঠাতে গেলে কিছুটা বাড়তি খরচা হচ্ছে। দামের মধ্যে সেই খরচা যোগ হওয়াতেই আরও বাড়ছে জ্বালানির দাম। এভাবে ঘুরপথে আম জনতার পকেট কাটা হচ্ছে।

Latest article