বৈধ কুপন ছাড়া টিকা নয় , নির্দেশ নবান্নের

Must read

প্রতিবেদন : করোনা ভ্যাকসিন নিয়ে জটিলতা এড়াতে ভ্যাকসিন নিয়ে কড়া মনোভাব নিলো রাজ্য সরকার। এই সমস্যার সমাধানে আজ, মঙ্গলবার নবান্নে বিভিন্ন জেলার জেলা শাসক, পুলিশ সুপার ও মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে করেন মুখ্যসচিব। যেখানে স্পষ্ট করে দেওয়া হয়েছে, বৈধ কুপন ছাড়া কেউ টিকা পাবেন না।

আরও পড়ুন : ১১৬ বছর কেন ফের বঙ্গভঙ্গ চাইছে ওরা

ভার্চুয়াল বৈঠক থেকে উঠে এসেছে যে বিষয়গুলি

(১) টিকা দেওয়ার আগে স্বাস্থ্যকর্মী বা আইসিডিএস কর্মীদের মাধ্যমে কুপন বিলি করতে হবে।

(২) বৈধ কুপন দেখিয়েই টিকা দিতে হবে। কুপন ছাড়া টিকা দেওয়া যাবে না।

(৩) কুপন দিতে হবে টিকাকরণের নূন্যতম ১ থেকে ২ দিন আগে।

(৪) পর্যাপ্ত জায়গা, বড় মাঠ-সহ স্কুল ভবনে টিকা দেওয়ার ব্যবস্থা করতে হবে।

(৫) ভিড় ঠেকাতে প্রয়োজনে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করতে হবে।

(৬) ভ্যাকসিন দেওয়ার জায়গা ঠিক করার জন্য টাস্কফোর্স তৈরি করতে হবে।

(৭) নিজের এলাকায় ভ্যাকসিন শিবির সম্পর্কে খোঁজ রাখতে হবে সংশ্লিষ্ট থানাকে। কোথায় ভ্যাকসিন ক্যাম্প হচ্ছে তার নথি রাখতে হবে।

(৮) দুয়ারে সরকারের ক্যাম্পের মতো ভ্যাকিসন বুথও চিহ্নিত করতে হবে।

 

Latest article