প্রতিবেদন : করোনা টিকা (Coronavirus-Vaccine) থেকে ক্যানসার নির্ণয় স্বাস্থ্যপরিষেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে নতুন নজির তৈরি করতে চলেছে দুয়ারে সরকার (Duare Sarkar)। সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে আগেই নজির সৃষ্টি করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের দুয়ারে সরকার প্রকল্প। এবার রাজ্যের দরিদ্র এবং প্রান্তিক মানুষের কাছে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতেও এই দুয়ারে সরকার কর্মসূচিকে ব্যবহার করে আর একটি মাইলফলক তৈরি করতে চলেছে মা মাটি মানুষের সরকার। এবার শুধু সরকারি প্রকল্পের সুবিধা নয়, দুয়ারে সরকার শিবিরে মিলবে করোনার টিকাকরণ (Coronavirus-Vaccine) থেকে শুরু করে স্বাস্থ্য পরীক্ষা থেকে শুরু করে বিভিন্ন রোগ নির্ণয়ের সুবিধা। তাও একেবারে বিনামূল্যে। আগামী মাসে ২ তারিখ থেকে দু’দফায় ফের জেলায় জেলায় দুয়ারে সরকার শিবির শুরু হচ্ছে। সেইসব শিবির থেকে ১৫ থেকে ১৮ বছর বয়সীদের কোভিড টিকা দেওয়ার পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। পাশাপাশি কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা মোতাবেক প্রবীণ এবং প্রথম সারির করোনা যোদ্ধাদের তৃতীয় তথা বুস্টার ডোজ দেওয়ার কাজও দুয়ারে সরকার শিবির থেকে দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। রাজ্য স্বাস্থ্য দফতর ইতিমধ্যেই সমস্ত জেলাশাসক এবং জেলা স্বাস্থ্য অধিকর্তাদের এ ব্যাপারে বিস্তারিত পরিকল্পনা তৈরির নির্দেশ দিয়েছে।
আরও পড়ুন-রাজ্যপালকে তোপ