টিকাকরণই একমাত্র ভরসা, জানালেন এইমস-এর প্রধান রণদীপ গুলেরিয়ার

Must read

ভারতে করোনাভাইরাসের ‘R ভ্যালু’ বাড়ছে। এহেন পরিস্থিতিতে টিকাকরণই একমাত্র ভরসা। দেশে করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কার মধ্যেই এই উদ্বেগের কথা শোনালেন এইমস- এর প্রধান রণদীপ গুলেরিয়া।

আরও পড়ুন-পেগাসাস: ৫ অগাস্ট মামলার শুনানি শুরু সুপ্রিম কোর্টে

এক সাক্ষাৎকারে গুলেরিয়া জানান, ‘‘চিন্তার বিষয় এই যে করোনাভাইরাসের R ভ্যালু .৯৬ থেকে বেড়ে ১ হয়েছে। অর্থাৎ একজন আক্রান্তের থেকে অন্যদের আক্রান্ত হওয়ার আশঙ্কা বেড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে টিকাকরণ একমাত্র পথ।” দেশে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধিতে প্রধান ভূমিকা নিচ্ছে ডেল্টা ভেরিয়্যান্ট। এর হাত ধরেই ভারতে তৃতীয় ঢেউ আসতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের।

আরও পড়ুন-২১ বছরের দাম্পত্য বিতর্ক মেটালেন প্রধান বিচারপতি রামান্না

রণদীপ গুলেরিয়া বলেন, হাম বা চিকেন পক্সের ক্ষেত্রে R ভ্যালু প্রায় ৮। অর্থাৎ একজনের থেকে আটজনের আক্রান্ত হওয়ার সম্ভাবনা। করোনার দ্বিতীয় ঢেউয়ের সময় দেখেছি একজনের থেকে পুরো পরিবার আক্রান্ত হয়েছে। ডেল্টা রূপেও একজন সংক্রমিতের পক্ষে গোটা পরিবারকে আক্রান্ত করার ক্ষমতা রয়েছে। এই পরিস্থিতিতে ভ্যাকসিনই একমাত্র ভরসা। যত দ্রুত সম্ভব সবার টিকাকরণ হাওয়া দরকার। তবেই দেশে আক্রান্তের সংখ্যা কমানো যাবে বলে মত রণদীপ গুলেরিয়ার।

 

Latest article