নয়াদিল্লি : সরষের মধ্যেই ভূত। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ-র (NIA) উচ্চপদস্থ এক কর্তাকে সাসপেন্ড করা হল দুর্নীতির গুরুতর অভিযোগে। মণিপুরের একটি মামলায় বড় মাপের দুর্নীতিতে যুক্ত থাকার দায়ে এনআইএ-র এসপি বিশাল গর্গকে সাসপেন্ড করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। এজেন্সির কর্তার বিরুদ্ধেই এবার দুর্নীতির তদন্তে টিম গঠন করেছে এনআইএ। সাসপেন্ড হওয়া বিশাল গর্গের বাড়ি এবং দফতরে তল্লাশি চালিয়েছেন তদন্তকারী আধিকারিকরা। তল্লাশির পর সেগুলি সিল করে দেওয়া হয়েছে।
আরও পড়ুন-এবার প্রধান বিচারপতিকে চিঠি দিলেন অভিভাবকরা, সমলিঙ্গ বিয়ের আইনি স্বীকৃতি
বছর দু’য়েক আগে দিল্লির এক ব্যবসায়ীর থেকে এনআইএ-র এসপি বিশাল গর্গ ২ কোটি টাকা ঘুষ নিয়েছিলেন বলে গুরুতর অভিযোগ উঠেছে। জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার নেতা হাফিজ সইদকে টাকা জোগানো সংক্রান্ত মামলায় ঘুষ নেওয়ার অভিযোগ ওঠে এই এনআইএ অফিসারের বিরুদ্ধে। হাফিজ সইদের ফালহা-ই-ইনসানিয়াত নামে এক সংগঠনের সঙ্গে এক ব্যবসায়ীর যুক্ত থাকার অভিযোগ উঠে এসেছিল এনআইএ তদন্তের সূত্রে। লস্কর-ই-তৈবাকে অর্থ সরবরাহের অভিযোগ উঠেছিল ওই ব্যবসায়ীর বিরুদ্ধে। জানা যায়, তদন্ত চলাকালীন এনআইএ-র অন্যতম উচ্চপদস্থ আধিকারিক বিশাল গর্গের পক্ষ থেকে ২ কোটি টাকা ঘুষ চেয়ে বলা হয়েছিল, এই টাকা দিলে তাঁর নাম সন্ত্রাসবাদী মামলায় জড়ানো হবে না। অভিযোগ পাওয়ার পর ২০১৮ সালের জুলাইয়ে বিষয়টি নিয়ে মামলা রুজু করে এনআইএ। ২০১৫ সালে বিএসএফ থেকে এনআইএ-তে আসেন অভিযুক্ত বিশাল গর্গ।