দিল্লিতে নিয়োগে দুর্নীতি, চাকরি গেল ২২৩ জনের

রাজধানীতে এবার একধাক্কায় চাকরি গেল ২২৩ জন কর্মীর। দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনা (VK Saxena) ২২৩ জন কর্মীর চাকরি বাতিলের নির্দেশ দিয়েছেন

Must read

রাজধানীতে এবার একধাক্কায় চাকরি গেল ২২৩ জন কর্মীর। দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনা (VK Saxena) ২২৩ জন কর্মীর চাকরি বাতিলের নির্দেশ দিয়েছেন। আম আদমি পার্টির সাংসদ স্বাতী মালিওয়াল (Swati Maliwal) সেই সময়ে দিল্লির মহিলা কমিশনের (Delhi Women Commission) প্রধান ছিলেন।অভিযোগ উঠেছে সেই সময় তিনি এই বেশ কিছু বেআইনি নিয়োগ করেছিলেন। আজ বৃহস্পতিবার দিল্লির লেফটেন্যান্ট গভর্নরের অফিস থেকে এই নির্দেশ জারি করা হয়। জানা গিয়েছে, প্যানেল ৪০ জন কর্মীর নিয়োগ মঞ্জুর করে কিন্তু দিল্লি কমিশন ফর ওমেন অ্যাক্ট অমান্য করে ২২৩টি নতুন পদ তৈরি করা হয়। লেফটেন্যান্ট গভর্নরের অনুমতি ছাড়াই এমন একটি সিদ্ধান্ত নেওয়া হয়।

আরও পড়ুন-মাধ্যমিকের ফল প্রকাশ, পাশের হারে এগিয়ে মেয়েরাই

লেফটেন্যান্ট গভর্নরের জারি করা নির্দেশিকায় স্পষ্ট বলা আছে কমিশনের কোনও অধিকার নেই চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করার। কমিশনকে জানানো হয়েছিল যে অর্থ বিভাগের অনুমতি ছাড়া তারা এমন কোনও পদক্ষেপ করতে পারে না। এর ফলে সরকারের উপরে আর্থিক বোঝা বেড়েছে তাই এই নিয়ম কার্যকর করা যায় না। তদন্তের ফলে উঠে আসা তথ্য অনুযায়ী, নির্ধারিত নিয়ম মেনে নিয়োগ করা হয়নি। দিল্লি মহিলা কমিশনে কর্মী নিয়োগ ও বেতন বৃদ্ধির ক্ষেত্রে নির্দিষ্ট গাইডলাইন মানা হয়নি।

আরও পড়ুন-বিজেপির সবচেয়ে বড় সাপোর্টার বহরমপুরের কং প্রার্থী, বদলে দিন

গত ৯ বছর ধরে দিল্লির মহিলা কমিশনের প্রধান ছিলেন আম আদমি পার্টির রাজ্যসভার সাংসদ স্বাতী মালিওয়াল। সাংসদ হওয়ার পর তিনি এই পদ থেকে ইস্তফা দেন। এই পদ ফাঁকা রয়েছে। স্বাতী মালিওয়ালকে একাধিকবার নিয়োগ নিয়ে অর্থ দফতরের অনুমতি নেওয়ার কথা বলা হয়েছিল, কিন্তু তিনি পরোয়া করেন নি ।

Latest article