প্রতিবেদন : এবার আরও জোরে ফাটানো যাবে বাজি। উৎসবের মরশুমে ১২৫ ডেসিবেল পর্যন্ত শব্দবাজির মাত্রায় ছাড় দিল রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। তবে দূষণ ছড়ায় এমন বাজি আগেই নিষিদ্ধ করেছে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, শুধুমাত্র উৎসবের সময় পরিবেশবান্ধব বাজিকেই ছাড় দেওয়া হয়েছে।
আরও পড়ুন-খানাকুলের ৩৫০ বছরের দু’হাতের দুর্গা প্রতিমা অসুরহীন
এতদিন রাজ্যে পরিবেশবান্ধব বাজির ক্ষেত্রে শব্দমাত্রা ৯০ ডেসিবেল পর্যন্ত নির্ধারিত ছিল। তার থেকে বেশি শব্দ হয় এমন বাজিতে ছিল নিষেধাজ্ঞা। কিন্তু এবছর থেকে সেই মাত্রা ৯০ ডেসিবেল থেকে বাড়িয়ে ১২৫ ডেসিবেল করা হল। রাজ্যের তরফে একটি বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে এই মর্মে। দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের চেয়ারম্যান জানান, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী শব্দমাত্রা ১২৫ ডেসিবেল পর্যন্ত করা হয়েছে। তবে সাইলেন্ট জোনে ১০০ মিটারের মধ্যে মাইক্রোফোন বা শব্দবাজির ব্যবহারে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছে পর্ষদ। অন্যথা হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। সামনেই দীপাবলি। সেই সময় রাজ্যজুড়ে প্রচুর পরিমাণে শব্দবাজিও ফাটানো হয়। সেক্ষেত্রে এবার ১২৫ ডেসিবেল মাত্রা পর্যন্ত ছাড় দেওয়া হল।