আপাতত বাড়ছে না কাউন্সিলরদের ভাতা

Must read

প্রতিবেদন : কাউন্সিলরদের ভাতা (Councilors allowance) বৃদ্ধির বদলে সাধারণ পুরকর্মীদের বেতন দেওয়াকেই বেশি গুরুত্ব দিল কলকাতা পুরসভা। রাজ্যের মন্ত্রী ও বিধায়কদের বেতন বৃদ্ধি নিয়ে বিধানসভায় বিল পাশের পর শনিবার পুরসভার অধিবেশনে কাউন্সিলরদের ভাতা বাড়ানোর দাবি তোলেন বিরোধীপক্ষের এক কাউন্সিলর। কিন্তু সেই দাবি এককথায় খারিজ করে দেন মহানাগরিক ফিরহাদ হাকিম। খারিজ করে পুরসভার মনোভাব স্পষ্ট করে দেন মেয়র।
মেয়র সাফ জানিয়ে দেন, এখনই কলকাতা পুরসভার কাউন্সিলরদের ভাতা বাড়ানো হবে না। পুরপ্রতিনিধিদের ভাতা বৃদ্ধির বদলে পুরকর্মীদের সঠিক সময়ে বেতন দেওয়াকেই অগ্রাধিকার দিয়েছেন তিনি। জানিয়েছেন, ২০১৯ সালে কাউন্সিলরদের (Councilors allowance) ভাতা ৪ হাজার টাকা থেকে বাড়িয়ে ১০ হাজার টাকা করেছিলাম। এটা ঠিক, আজকের দিনে ১০ হাজার টাকা যথেষ্ট নয়। কিন্তু পুরকর্মীদের সঠিক সময়ে বেতন দেওয়াটাই আমাদের কাছে বেশি প্রয়োজনীয়। তাই এখনই ভাতা বাড়ানো হবে না। পুরসভার আর্থিক পরিস্থিতি অনুকূল হলে এই বিষয়টি বিবেচনা করা যাবে।

আরও পড়ুন- কৃষকবন্ধু-র অনুকরণে হস্তশিল্পীদের জন্যও নয়া প্রকল্প

Latest article