ত্রিস্তরীয় নিরাপত্তায় শুরু ১০৮ পুরসভার নির্বাচনের গণনা 

Must read

সকাল ৮ থেকে শুরু রাজ্যের ১০৮ টি পুরসভার (West Bengal Municipal Election 2022) নির্বাচনের গণনা। গণনাকেন্দ্রে থাকছে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা বলে জানানো হয়েছে রাজ্য নির্বাচন কমিশনের তরফে।

* একেবারে বাইরে প্রথম স্তরে থাকছে লাঠিধারী পুলিশ থেকে কমব্যাট ফোর্স।

* সংবাদমাধ্যমের জন্য থাকছে আলাদা ব্যবস্থা। ক্যামেরা ও মোবাইল ছাড়া সংবাদমাধ্যমের প্রতিনিধিরা ভিতরে প্রবেশ করতে পারবেন। একমাত্র সাদা কাগজ ও পেন ছাড়া কিছুই রাখা যাবে না দ্বিতীয় স্তরে প্রবেশ করতে গেলে।

* সর্বশেষ থাকছে তৃতীয় বলয় যেখানে সমস্ত প্রার্থীদের ভাগ্য বন্দি রয়েছে। অন্যদিকে মূল গণনা কেন্দ্রে ইতিমধ্যেই রাজ্য সরকারের সশস্ত্র পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।

* প্রত্যেক গণনা কেন্দ্রের ২০০ মিটারের মধ্যে ১৪৪ ধারা জারি থাকবে।

* গণনা কেন্দ্রের মধ্যে প্রবেশ করতে পারবেন পোলিং এজেন্ট, প্রার্থী ও তাঁর পোলিং এজেন্টরা।

* গণনা কেন্দ্রের ভিতরে একমাত্র রিটার্নিং অফিসার ছাড়া কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না।

এককথায় আজ পুরভোট গণনা (West Bengal Municipal Election 2022) কেন্দ্রগুলি বর্তমানে পুলিশের কড়া নজরদারির আওতায় রয়েছে। এর আগে বিধাননগর, চন্দননগর, শিলিগুড়ি ও আসানসোল মোট চারটি পুরনিগমের ভোট হয়। সেই ভোটে বিরোধীদের রীতিমত পর্যুদস্ত করে এগিয়ে থাকে শাসকদল তৃণমূল কংগ্রেস। এবারের হাওয়াও তেমনটাই। রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস জানিয়েছেন, প্রত্যেক গণনা কেন্দ্রতে রয়েছে সিসিটিভি। কোনোরকম অশান্তি ছাড়া বিজয় মিছিল করা যাবে।

Latest article