মন্ত্রীর বিরুদ্ধে পরোয়ানা জারি

উত্তরপ্রদেশ

Must read

প্রতিবেদন : যোগীরাজ্যের মন্ত্রীদের বিরুদ্ধে পরোয়ানা জারি করছে কোর্ট। উত্তরপ্রদেশের বিজেপি নেতৃত্বাধীন সরকারের একের পর এক মন্ত্রী আদালতের নিশানায়। শনিবার কানপুরের একটি আদালত রাজ্যের ক্ষুদ্র শিল্পমন্ত্রী এবং ভোগনিপুরের বিধায়ক রাকেশ সাচানকে রেলের পাথর চুরি মামলায় দোষী সাব্যস্ত করেছে। একই দিনে গোরখপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত উত্তরপ্রদেশ সরকারের আর এক ক্যাবিনেট মন্ত্রী এবং নিষাদ পার্টির জাতীয় সভাপতি সঞ্জয় নিষাদের (Sanjay Nishad) বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা জারি করেছে। আদালত পুলিশকে মৎস্যপালন মন্ত্রী সঞ্জয় নিষাদকে (Sanjay Nishad) গ্রেফতার করে ১০ অগাস্টের মধ্যে হাজির করতে বলেছে। ২০১৫ সালের ৭ জুন সাহজানওয়া থানা এলাকার কাসারওয়ালের ড্রাইভওয়েতে পুলিশের সঙ্গে সংঘর্ষে হয় আন্দোলনকারীদের। তাতে নাম জড়ায় সঞ্জয়ের। পাশাপাশি পুলিশের গুলিতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে অভিযোগ ওঠে।

আরও পড়ুন: অযোধ্যায় বেআইনি জমি বেচাকেনায় বিজেপি নেতৃত্ব

Latest article