জোর ধাক্কা বিরোধীদের, রাজ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে আদালত অবমাননার জরুরি শুনানি নাকচ কোর্টের

এর আগে কিছুদিন আগেই পঞ্চায়েত নির্বাচনের দফা বাড়ানো নিয়ে মামলা করা হয়েছিল। সেটাও খারিজ হয়ে যায় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে।

Must read

কলকাতা হাইকোর্টের (Kolkata Highcourt) নির্দেশ অনুযায়ী কেন্দ্রীয় বাহিনী (central force) মোতায়েন না করার অভিযোগ বার বার তুলছে বিরোধীরা। পুলিশ ফোর্সও আদালতের নির্দেশ অনুযায়ী মত দেওয়া হয়নি বলেই অভিযোগ তাদের। এই অবস্থায় রাজ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ তুলে জরুরি শুনানির আবেদন করা হয়। কিন্তু আজ, সোমবার প্রধান বিচারপতি এই আবেদন নাকচ করে দেন। অতএব পঞ্চায়েত নির্বাচন এর মধ্যেই কলকাতা হাইকোর্টে বিশেষ সুবিধা করতে পারল না বিরোধীরা । এখন বিরোধীরা যে কোনও ইস্যু নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেন। সব ইস্যু যুক্তিগ্রাহ্য নয় বলে জানিয়ে দিল আদালত।

আরও পড়ুন-প্রয়াত প্রাক্তন বার্সেলোনা তারকা লুইস সুয়ারেজ

বিরোধীরা পঞ্চায়েত নির্বাচন নিয়ে রাজ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে আদালত অবমাননা করেছে তারা। রাজ্যে পঞ্চায়েত নির্বাচনে সাধারণ মানুষের নিরাপত্তার জন্য কেন্দ্রীয় বাহিনী এবং উপযুক্ত পুলিশ মোতায়েন করা হয়নি। কলকাতা হাইকোর্ট সেই নির্দেশ দেওয়ার পরেও হয়নি। এই কারণেই জরুরি ভিত্তিতে এই ইস্যুতে শুনানি চাওয়া হয়েছিল। কলকাতা হাইকোর্ট যদিও সেটা প্রত্যাখ্যান করেছে। রাজ্যে এখন পঞ্চায়েত নির্বাচন হয়ে গিয়ে পুনর্নির্বাচন হচ্ছে। জোর ধাক্কা খেল বিরোধীরা।

আরও পড়ুন-রাজ্যসভা ভোটে প্রার্থী তালিকা ঘোষণা করল তৃণমূল কংগ্রেস, কারা নতুন মুখ

আদালত অবমাননা নিয়ে জরুরি আবেদন চাওয়া হয়েছিল প্রধান বিচারপতির এজলাসে। প্রধান বিচারপতি টিএস শিবাজ্ঞানম সরাসরি সেটা প্রত্যাখ্যান করে দেন এবং বলেন, ‘‌এটা কোনও জরুরি মামলা নয়। স্বাভাবিক প্রক্রিয়ায় আসুন। আমরা তখন শুনব।’‌ স্বস্তি পেল রাজ্য নির্বাচন কমিশন। এর আগে কিছুদিন আগেই পঞ্চায়েত নির্বাচনের দফা বাড়ানো নিয়ে মামলা করা হয়েছিল। সেটাও খারিজ হয়ে যায় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। আজ, সোমবার আবার অধীররঞ্জন চৌধুরী কলকাতা হাইকোর্টে ভোট চলাকালীন রাজ্যে সন্ত্রাস নিয়ে দ্বারস্থ হয়েছেন ।

Latest article