শীতলকুচি কাণ্ডে হাজিরা এড়ানোয় জওয়ানদের বিরুদ্ধে সমন

Must read

প্রতিবেদন : একুশের বিধানসভা নির্বাচনের শীতলকুচির জোড়পাটকি ১২৬ নম্বর বুথে গুলি চালায় CISF. সেই গুলিতে প্রাণ হারিয়ে ছিলেন ভোট দিতে আসা চারজন তরতাজা যুবক। যা নিয়ে সেই সময়ে প্রবল রাজনৈতিক চাপান-উতর হয়েছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়া ভাষায় প্রতিক্রিয়া দিয়ে বলেছিলেন, ভোট মিটে গেলে নতুন সরকার গঠন হলে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত। দোষীরা কেউ ছাড়া পাবে না।

আরও পড়ুন : কপিলমুনির মন্দির চত্বর টর্নেডোর গ্রাসে

এরপর রাজ্যে তৃতীয়বার ক্ষমতায় আসার পর ঘটনার সত্য উদ্ঘাটনে CDI তদন্তের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। তদন্তে নেমে ওই ঘটনার তদন্তে একাধিকবার ওই CISF জওয়ানদের ভবানীভবনে হাজিরার নির্দেশ দেয় CID. সেই হাজিরার নির্দেশ না মানাতেই এবার জারি হলো সমন । আগামী ১৬ নভেম্বর ওই ৬ জনকে কোচবিহার আদালতে হাজিরা দিতে হবে।

সূত্রের খবর, যাদের বিরুদ্ধে সমন জারি করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন, কোম্পানি কমান্ডার নীলেশ নামদেও যাদব, ডেপুটি কমান্ডেন্ট দিলীপ কুমার, ইন্সপেক্টর সুনীল কুমার, নিত্যানন্দ দাস, গিরীশ কুমার ও সন্দীপ কুমার।

Latest article