শুধুমাত্র স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের প্রাথমিক স্তরে জীবিকা শুরু করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এই করোনা অতিমারি আবহে আর্থিক মন্দার মধ্যেও গত দেড় বছরে মোট ১২৪ কোটি টাকা খরচ করেছে।
রাজ্যে ৮০ হাজারেরও বেশি মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সেই অনুদান পেয়েছে। রাজ্য সরকারের “রিভলভিং ফান্ড” থেকে উপকৃত হয়েছেন কমপক্ষে ৮ লক্ষ মহিলা।
আরও পড়ুন: অক্টোবরে ক্লাস শুরু হচ্ছে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ে
আরও বেশি বেশি মহিলারা যাতে উপকৃত হয় তাই গোষ্ঠীর সংখ্যা বাড়াতে একাধিক পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। নতুন স্বনির্ভর গোষ্ঠী বা দল গঠনের পর ৩ মাসের মেয়াদ শেষে তাদের কাজকর্ম মূল্যায়ন করা হয়। পাঁচটি বিষয়ের উপর নজর দেওয়া হয়। তার উপর ভিত্তি করে নম্বর দেয় সংশ্লিষ্ট দফতর। যোগ্যতামান অর্জন করলে সরকারি কোষাগার সেই সব স্বনির্ভর গোষ্ঠীকে ১৫ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়। সেখান থেকে ঋণ নিয়ে জীবিকা নির্বাহ করতে পারেন গোষ্ঠীর মহিলারা।