অক্টোবরে ক্লাস শুরু হচ্ছে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ে

Must read

সংবাদদাতা, বহরমপুর : স্নাতকোত্তর পঠনপাঠন শুরু হতে চলেছে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ে। ২০২১-২২ শিক্ষাবর্ষে বিজ্ঞান ও কলা বিভাগের ভর্তি প্রক্রিয়া চলছে ১ সেপ্টেম্বর থেকে murshidabaduniversity.ac.in ওয়েবসাইটের মাধ্যমে। জেলায় ২৬টি ডিগ্রি কলেজ এবং পার্শ্ববর্তী মালদা, নদিয়া ও বীরভূমে বিশ্ববিদ্যালয় থাকলেও মুর্শিদাবাদে কোনও বিশ্ববিদ্যালয় না থাকায় দীর্ঘ আন্দোলন হয়েছে। স্বাধীনতার সাত দশক পর অবশেষে চলতি বছর বহরমপুর কৃষ্ণনাথ কলেজ ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয় চালু হওয়ার পর গত ফেব্রুয়ারিতে কৃষ্ণনাথ কলেজের অধ্যক্ষ ডঃ সুজাতা বন্দ্যোপাধ্যায় প্রথম উপাচার্য হন। তিনি বলেন, ১৪টি বিষয়ে স্নাতকোত্তর পঠনপাঠনের অনুমোদন মিলেছে। বিষয়গুলি হল বাংলা, সংস্কৃত, ইতিহাস, ভূগোল, দর্শন, রাষ্ট্রবিজ্ঞান, ইংরেজি, গণিত, এডুকেশন, আইন, ফিজিক্স, ফিজিওলজি, সেরিকালচার, বোটানি। ন্যূনতম ২৫, সর্বোচ্চ ৬০টি আসন রয়েছে বিযয়গুলিতে। ৬৪ জন অধ্যাপক ক্লাস নেবেন। উপাচার্য বলেন, ১ সেপ্টেম্বর থেকে মেধার ভিত্তিতে অনলাইনে ভর্তি পক্রিয়া শুরু হয়েছে।

Latest article