ভারতে কোভিড মৃত্যু সরকারি সংখ্যার চেয়ে ৬ গুণ বেশি! সমীক্ষা

Must read

অনন্ত গুছাইত, নয়াদিল্লি : বিস্ফোরক তথ্য আমেরিকান অ্যাসোসিয়েশন ফর দ্য অ্যাডভান্সমেন্ট অফ সায়েন্স-এর সাপ্তাহিক জার্নাল ‘সায়েন্স’-এ প্রকাশিত একটি সমীক্ষার অনুমান, কোভিড -১৯-এ (Covid 19) প্রকৃতপক্ষে ভারতে (India) মৃত্যু হয়েছে ৩২ লক্ষ মানুষের। কোভিডে মৃত্যুর সরকারি সংখ্যার থেকে যা ছয়গুণ বেশি! ২০২০-র মার্চে করোনা মহামারী শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত ভারতে মোট ৪ লক্ষ ৮৩ হাজার ১৭৮ জনের কোভিড-১৯-এ মৃত্যু হয়েছে বলে কেন্দ্রীয় সরকারের দাবি। গবেষকরা বলেছেন, ১ জুন, ২০২০ থেকে ১ জুলাই, ২০২১ পর্যন্ত ভারতে আনুমানিক ৩২ লক্ষ মানুষ কোভিডে (Covid) প্রাণ হারিয়েছেন। যা ওই নির্দিষ্ট সময়কালের প্রত্যাশিত সর্বজনীন মৃত্যুর (অন্য যেকোনও কারণে মৃত্যু) ২৯ শতাংশ। সরকারি তরফে কোভিড মৃত্যুসংখ্যার প্রকৃত তথ্য প্রকাশ করা হয়নি বলে অভিযোগ।

আরও পড়ুন-আপনার নীরবতা ঘৃণার কণ্ঠকে উৎসাহিত করছে, মোদিকে চিঠি আইআইএম ছাত্র, শিক্ষকদের

কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর গ্লোবাল হেলথ রিসার্চের ডাঃ প্রভাত ঝা এবং ডার্টমাউথ কলেজের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর পল নোভোসাড এবং আইআইএম-আমেদাবাদের গবেষকদের একটি দল এই গবেষণাটি করেছেন। গবেষণাপত্রটিতে বলা হয়েছে, ২০২১-এর এপ্রিল থেকে জুনের মধ্যে প্রায় ৭১ শতাংশ বা ২৭ লক্ষ মৃত্যুর ঘটনা ঘটেছে। ওই সময়ে কোভিডের ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ সারা দেশে তাণ্ডব চালাচ্ছিল। সমীক্ষায় বলা হয়েছে, ওই সময়ের মধ্যে কোভিডের কারণে দেশে সর্বজনীন মৃত্যুর হার প্রায় দ্বিগুণ হয়েছিল। সমীক্ষায় আরও বলা হয়েছে, কোভিড মৃত্যুর অসম্পূর্ণ প্রমাণপত্র এবং দীর্ঘস্থায়ী রোগের সমস্যার কারণে ভারতে নথিভুক্ত কোভিড মৃত্যুর মোট সংখ্যা ব্যাপকভাবে কম (আন্ডার-রিপোর্ট) দেখানো হয়েছিল। দেশের গ্রামীণ এলাকায় বেশিরভাগ মৃত্যু ঘটেছিল কার্যত কোভিডের চিকিৎসা ছাড়াই। সমীক্ষার কাজে ১,৩৭,২৮৯ জন প্রাপ্তবয়স্ক মানুষের সঙ্গে কথা বলে এবং সরকারের স্বাস্থ্য সংক্রান্ত তথ্যের মাধ্যমে পাওয়া সরকারি হাসপাতালের দু’লক্ষ মৃত্যুর রিপোর্ট থেকে এই গবেষণা চালানো হয়েছে।

Latest article