দিল্লিতে দাপট জেএন.১-এর, জারি করা হল নানা নির্দেশিকা

Must read

প্রতিবেদন : কোভিডের (Covid) নয়া উপরূপ জেএন.১ নিয়ে চিন্তা বাড়ছে রাজধানী দিল্লিতে। গোয়া, কর্নাটক, মহারাষ্ট্র, কেরল, রাজস্থান, তামিলনাড়ু, তেলেঙ্গানা এবং গুজরাতে আগেই পাওয়া গিয়েছে কোভিডের নতুন উপরূপ। এবার সেই তালিকায় জুড়ল দিল্লির নামও। দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সৌরভ ভরদ্বাজ জানিয়েছেন, রাজধানীতে এই নয়া ভাইরাসে আক্রান্তের সন্ধান মিলেছে। যদিও তা নিয়ে আতঙ্কের কিছু নেই। চলতি এর মাঝেই একগুচ্ছ নির্দেশিকা জারি করেছে এইমস। বিভিন্ন বিভাগীয় প্রধানের সঙ্গে এই সংক্রান্ত বৈঠক করেন এইমসের অধিকর্তারা।
এদিকে যত সময় গড়াচ্ছে ততই দেশে লাফিয়ে বাড়ছে আক্রান্তের (Covid) সংখ্যা। জেএন.১ উপরূপে এখনও পর্যন্ত দেশে ১০৯ জন আক্রান্ত হয়েছেন। যাঁদের মধ্যে ৩৬ জন গুজরাতের, ৩৪ জন কর্নাটক, ১৪ জন গোয়া, ৯ জন মহারাষ্ট্র, ৬ জন কেরল, ৪ জন রাজস্থান, ৪ জন তামিলনাড়ু এবং ৩ জন তেলেঙ্গানার বাসিন্দা। আক্রান্তদের গুরুতর শারীরিক সমস্যা না থাকলেও প্রত্যেককে বাড়িতে থাকতে বলা হয়েছে। পরিস্থিতির দিকে নজর দিয়ে কোভিডের নয়া উপরূপের নিয়ন্ত্রণে বিশেষ পদক্ষেপ করার কথা বলেছে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স। জরুরি বিভাগে কোভিড স্ক্রিনিং ওপিডি চালু করা হবে, একটি ওয়ার্ডে ১২টি শয্যা রাখার কথাও বলা হয়েছে। গুরুতর শ্বাসকষ্ট কিংবা জ্বর এবং কাশি রয়েছে এমন রোগীদের জন্য আলাদাভাবে কোভিড পরীক্ষার ব্যবস্থা করতে হবে।

আরও পড়ুন- ভারতের মাটিতে অস্ত্র বানাবে রাশিয়া, ঘোষণা রুশ বিদেশমন্ত্রীর

Latest article