দেশে ২ বছর ধরে বন্ধ কোভিশিল্ড, বিতর্কের মধ্যে বিবৃতি সিরামের

Must read

বিতর্কের মাঝেই সাফাই দিল ভারতে টিকা প্রস্তুতকারী সংস্থা সিরাম ইনস্টিটিউট (Covishield- Serum Institute)। তাদের দাবি, ভারতের বাজারে কোভিশিল্ডের উৎপাদন এবং সরবরাহ ২০২১ সালের ডিসেম্বরের পর থেকেই বন্ধ। সংস্থার তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, ২০২১ সালের ডিসেম্বর মাসের পর থেকে ভ্যাকসিন উৎপাদন বন্ধ করা হয়েছে। এই ভ্যাকসিনের বর্তমানে চাহিদা নেই দেশে।” আরও জানানো হয়েছে, “এই সংস্থা প্যাকেজিং এর ভিতরে বিরল পার্শ্বপ্রতিক্রিয়া যেমন থ্রম্বোসিস, থ্রম্বোসাইটোপেনিয়া সিন্ড্রোমের কথা জানিয়েছি। আমরা স্বচ্ছ্বতা বজায় রেখেছি।”

আরও পড়ুন-সন্দেশখালি নিয়ে উত্তাল দেশ: সাদা কাগজে সই করিয়ে ধর্ষণের মামলা বিজেপির, মোদির নেতাদের তুলোধনা বিরোধীদের

দিন কয়েক আগে আদালতে চলা একটি মামলার প্রেক্ষিতে অ্যাস্ট্রেজেনেকা স্বীকার করেছিল কোভিশিল্ড (Covishield- Serum Institute) ভ্যাকসিন নিলে সাইড এফেক্টের ঝুঁকি রয়েছে। টিকাপ্রাপকদের মধ্যে থ্রম্বোসিস বা থ্রম্বোসাইটোপেনিয়া সিনড্রোম দেখা দেওয়ার সম্ভাবনা তৈরি হয় এতে। এই স্বীকারোক্তির পরই আতঙ্ক তৈরি হয়। তারপরই অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড বন্ধ করার ঘোষণায় শোরগোল পড়ে গিয়েছে।

Latest article