ভোটে ভরাডুবি, সিপিএমকেই তুলোধনা করল সিপিআই

Must read

একুশের ভোটে বামফ্রন্টের নিশ্চিহ্ন হওয়ার দায় সিপিএমের ঘাড়েই চাপিয়েছে শরিক সিপিআই৷
ভোট নিয়ে সিপিআই প্রাথমিক পর্যবেক্ষণ সেরে ১০ পাতার এক রিপোর্ট দলের কর্মসমিতির বৈঠকে পেশ করেছে।

ওই রিপোর্টে ফরওয়ার্ড ব্লকের দেখানো পথে সিপিআইও নিশানা করেছে আইএসএফকে । তাদের বক্তব্য, আইএসএফের মতো নবাগত দলকে অনেক বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। এর পাশাপাশি জোট করতে অযথা সময় নষ্ট করার জন্য কংগ্রেসকেও তোপ দেগেছে সিপিআই।

আরও পড়ুন-‘পথসাথী’ মোটেলের দায়িত্ব রাজ্য এবার নিজের হাতেই নিচ্ছে

সিপিআইয়ের ১০ পাতার ওই রিপোর্টে বলা হয়েছে, সংযুক্ত মোর্চা যে তৃণমূল ও বিজেপির বিকল্প হয়ে উঠতে পারে, মানুষ তা মনেই করেননি। এই দলের বক্তব্য, মোর্চা গঠন ঠিক ভাবে নেননি মানুষ। তাই মোর্চার উপর ভরসা না করে তৃণমূল কংগ্রেসের প্রতিই আস্থা রেখেছেন। এ ছাড়াও বলা হয়েছে, মোর্চার প্রচারে বিজেপিকে হারানোর বিষয়টি তেমন প্রাধান্যই পায়নি৷ আর এই সব খামতির জন্য সরাসরি সিপিএমকেই মূল নিশানা করেছে বাম শরিক সিপিআই৷ পাশাপাশি আসন ভাগাভাগি নিয়ে অযথা সময় নষ্ট করার জন্য কংগ্রেসকেও দুষেছে তাঁরা।

ভোটের পর বামফ্রন্টের শরিক ফরওয়ার্ড ব্লক এবং সিপিআইয়ের ভূমিকায় স্পষ্ট হচ্ছে, ফ্রন্টের ঐক্যে ফাটল লেগেছে৷ এবং সেই ফাটল দূর থেকেও বোঝা যাচ্ছে৷ কিছুদিন আগে আইএসএফ জোট নিয়ে আপত্তি জানিয়েছিল ফরওয়ার্ড ব্লক। এবার একই কথা তুলেছে সিপিআই৷ বাম শরিকদের অভিযোগ, কংগ্রেস ও আইএসএফ জোট নিয়ে তাদের অনেকটাই আঁধারে রেখেছিল সিপিএম৷ তাই ভোটের ভরাডুবির দায় আলিমুদ্দিনের ঘাড়ে তো চাপবেই৷

আরও পড়ুন-গুরুত্বপূর্ণ দিল্লি সফরের চতুর্থদিন, নীতীন-মমতা বৈঠকে উঠতে পারে জাতীয় সড়ক প্রসঙ্গ

এই প্রসঙ্গে সিপিএমের বক্তব্য স্পষ্ট৷ তাদের সাফাই, বামফ্রন্ট ঐক্যের ভিত্তিতে চলবে, এটা ঠিক। কিন্তু কারও না পোষালে নিজেদের আলাদা পথ দেখে নেওয়ার বিকল্প তো আছেই।

Latest article