একুশের ভোটে বামফ্রন্টের নিশ্চিহ্ন হওয়ার দায় সিপিএমের ঘাড়েই চাপিয়েছে শরিক সিপিআই৷
ভোট নিয়ে সিপিআই প্রাথমিক পর্যবেক্ষণ সেরে ১০ পাতার এক রিপোর্ট দলের কর্মসমিতির বৈঠকে পেশ করেছে।
ওই রিপোর্টে ফরওয়ার্ড ব্লকের দেখানো পথে সিপিআইও নিশানা করেছে আইএসএফকে । তাদের বক্তব্য, আইএসএফের মতো নবাগত দলকে অনেক বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। এর পাশাপাশি জোট করতে অযথা সময় নষ্ট করার জন্য কংগ্রেসকেও তোপ দেগেছে সিপিআই।
আরও পড়ুন-‘পথসাথী’ মোটেলের দায়িত্ব রাজ্য এবার নিজের হাতেই নিচ্ছে
সিপিআইয়ের ১০ পাতার ওই রিপোর্টে বলা হয়েছে, সংযুক্ত মোর্চা যে তৃণমূল ও বিজেপির বিকল্প হয়ে উঠতে পারে, মানুষ তা মনেই করেননি। এই দলের বক্তব্য, মোর্চা গঠন ঠিক ভাবে নেননি মানুষ। তাই মোর্চার উপর ভরসা না করে তৃণমূল কংগ্রেসের প্রতিই আস্থা রেখেছেন। এ ছাড়াও বলা হয়েছে, মোর্চার প্রচারে বিজেপিকে হারানোর বিষয়টি তেমন প্রাধান্যই পায়নি৷ আর এই সব খামতির জন্য সরাসরি সিপিএমকেই মূল নিশানা করেছে বাম শরিক সিপিআই৷ পাশাপাশি আসন ভাগাভাগি নিয়ে অযথা সময় নষ্ট করার জন্য কংগ্রেসকেও দুষেছে তাঁরা।
ভোটের পর বামফ্রন্টের শরিক ফরওয়ার্ড ব্লক এবং সিপিআইয়ের ভূমিকায় স্পষ্ট হচ্ছে, ফ্রন্টের ঐক্যে ফাটল লেগেছে৷ এবং সেই ফাটল দূর থেকেও বোঝা যাচ্ছে৷ কিছুদিন আগে আইএসএফ জোট নিয়ে আপত্তি জানিয়েছিল ফরওয়ার্ড ব্লক। এবার একই কথা তুলেছে সিপিআই৷ বাম শরিকদের অভিযোগ, কংগ্রেস ও আইএসএফ জোট নিয়ে তাদের অনেকটাই আঁধারে রেখেছিল সিপিএম৷ তাই ভোটের ভরাডুবির দায় আলিমুদ্দিনের ঘাড়ে তো চাপবেই৷
আরও পড়ুন-গুরুত্বপূর্ণ দিল্লি সফরের চতুর্থদিন, নীতীন-মমতা বৈঠকে উঠতে পারে জাতীয় সড়ক প্রসঙ্গ
এই প্রসঙ্গে সিপিএমের বক্তব্য স্পষ্ট৷ তাদের সাফাই, বামফ্রন্ট ঐক্যের ভিত্তিতে চলবে, এটা ঠিক। কিন্তু কারও না পোষালে নিজেদের আলাদা পথ দেখে নেওয়ার বিকল্প তো আছেই।
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…
অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…