সংবাদদাতা, নন্দকুমার : পূর্ব মেদিনীপুরে সমবায় ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসকে রুখতে নন্দকুমার মডেল অর্থাৎ রাম-বাম জোটের শুরু। এবার সেই নন্দকুমারেই মুখ থুবড়ে পড়ল বিজেপি ও সিপিএমের অলিখিত ও অনৈতিক এই জোট। বাসুদেবপুর কৃষি উন্নয়ন সমবায় সমিতির পরিচালকমণ্ডলীর নির্বাচনে নিরঙ্কুশ জয় পেল তৃণমূল। লোকসভা নির্বাচনের আগে এমন জয় অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।
আরও পড়ুন-পুরোটাই ফাঁকিবাজি
এই সমবায়ের মোট ৫৩ আসনের ৩৭টিতেই জয়ী হয়েছেন তৃণমূল সমর্থিত প্রার্থীরা। ৫৩ আসনের লড়াইয়েও বিজেপি ও সিপিএম জোট সব আসনে প্রার্থী দিতে পারেনি। কিন্তু আসন সমঝোতার ফলে তৃণমূলের বিরুদ্ধে সর্বত্রই দ্বিমুখী লড়াই হয়। এই সমবায় সমিতিতে এতদিন কোনও একক দলের পরিচালকমণ্ডলী ছিল না। সেই অর্থে এই প্রথমবার এককভাবে পরিচালক মণ্ডলী গঠনের শক্তি অর্জন করল তৃণমূল। লোকসভা নির্বাচনের আগে এই ফলাফল এলাকায় দলের সাংগঠনিক ভিত আরও মজবুত করবে বলে মনে করছে তৃণমূল শিবির। এই জয়ের পরই সবুজ আবিরে অকাল হোলিতে মেতে উঠে তৃণমূল প্রার্থী, নেতা, কর্মী ও সমর্থকেরা মিষ্টি বিতরণ করেন। বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ও নন্দকুমার ব্লক তৃণমূলের সদস্য শেখ ফারুক আজম বলেন, ‘এতদিন এই সমবায় সমঝোতার মধ্য দিয়ে চলছিল। এই প্রথমবার আমরা এককভাবে লড়াই করেছি। বিরোধীরা জোট গড়েছিল। আমরা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছি।’
আরও পড়ুন-ফাইটার
এই সমবায়ের পরিচালন সমিতির ভোট নিয়ে আঁটসাঁট নিরাপত্তার ব্যবস্থা করেছিল পুলিশ। ১২০০ ভোটারের মধ্যে ভোট দেন ৯০ ভাগ। ভোটদান প্রক্রিয়া মিটতেই শুরু হয় গণনাপর্ব। ফলাফল ঘোষণার পর নির্বাচিত তৃণমূল কংগ্রেস প্রার্থীরা ভোটারদের কৃতজ্ঞতা জানান।