ফাইটার

মাঝ-আকাশে ফাইটার জেট স্টান্ট, লড়াই। ভারতীয় বায়ুসেনার স্কোয়াড্রন লিডার শামসের পাঠানিয়া পাকিস্তানের বিরুদ্ধে আকাশেই ওড়ালেন জয়ধ্বজা। মুক্তি পেয়েছে ভারতের প্রথম এরিয়াল অ্যাকশন মুভি ‘ফাইটার’। ছবিটি ইতিমধ্যেই ছুঁয়ে ফেলেছে দুশো কোটির ক্লাব। পরিচালক সিদ্ধার্থ আনন্দ। মুখ্যচরিত্রে হৃতিক রোশন এবং দীপিকা পাড়ুকোন। লিখছেন শর্মিষ্ঠা ঘোষ চক্রবর্তী

Must read

বক্স অফিসে সেরা ফাইটার
এই ছবির বক্স অফিস না বললে ছবির কথা বলা শুরুই হবে না। হৃতিক রোশন এবং দীপিকা পাড়ুকোন অভিনীত এরিয়াল অ্যাকশন মুভি ‘ফাইটার’কে নিয়ে দর্শকদের মধ্যে উন্মাদনার পারদ চড়ছিল দীর্ঘদিন ধরেই। তাই ছবিটা রিলিজের আগেই শুরু হয়ে গিয়েছিল অ্যাডভান্স বুকিং। গত সপ্তাহে রিলিজের আগে বুকিং ওপেন হওয়া মাত্র লাফিয়ে লাফিয়ে বাড়ছিল টিকিট বিক্রির সংখ্যা। শুধুমাত্র ভারত থেকে হওয়া অ্যাডভান্স বুকিংয়েই প্রায় ২.৮২ কোটি টাকা আয় করে ফেলেছিল এই ছবি। মুক্তি পাবার পরেও ভালই ব্যবসা করেছে। ২৫ জানুয়ারি অর্থাৎ বৃহস্পতিবারই এই ছবি বক্স অফিস আয় হয়েছিল ২২.৫ কোটি টাকা। আর সাত দিনেই ছবিটি পার করে গিয়েছে ২০০ কোটির ক্লাব। শুধু ভারতেই নয় উত্তর আমেরিকায় ফাইটার আয় করেছে ৪.৩ মিলিয়ন ডলার। এবং বিশ্বের ১৫০টি স্ক্রনে বিপুল কালেকশন করেছে ফাইটার।

আরও পড়ুন-এজেন্সিরাজের মোকাবিলা ও আসন্ন লোকসভা ভোটের প্রস্তুতি

কাটছাঁটেও ফাইটার
সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবিতে প্রথমবার হৃতিক রোশনের সঙ্গে জুটি বেঁধেছেন দীপিকা পাড়ুকোন। দুই তারকাকে ভাল মতো কাজে লাগিয়েছেন পরিচালক। কিন্তু মুক্তির দোরগোড়াতেই পড়েছিল সেন্সর বোর্ডের কোপ। যশরাজ ফিল্মস প্রযোজিত এই ছবিতে ছিল হৃতিক ও দীপিকার একাধিক ঘনিষ্ঠ দৃশ্য।সেইসব দৃশ্য বাদ দেওয়া হয়েছে সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন তথা সিবিএফসি-র নির্দেশে। দৃশ্যে এক নয় একাধিক বদলের নিদান দিয়েছিল সিবিএফসি। ৫৩ মিনিটে ও ১ ঘণ্টা ১৮ মিনিটের মাথায় দুটি সংলাপ থেকে কিছু অশালীন কথা বাদ দেওয়া হয়েছে। পাশাপাশি, হৃতিক ও দীপিকার ঘনিষ্ঠ দৃশ্য সরিয়ে সেখানে উপযুক্ত দৃশ্য সংযোজন করারও পরামর্শ দিয়েছিল সিবিএফসি। সেন্সর বোর্ডের সেইসব কঠোর নির্দেশ মানার পরেই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ১৬৬ মিনিটের দীর্ঘ এই ছবি।

আরও পড়ুন-লজ্জা নেই শূন্য সিপিএমের, কংগ্রেসের দালালি গণশক্তির

গল্পের ফাইটার
এই ছবির গল্পের আসল ফাইটাররা হলেন ভারতীয় বায়ুসেনা। প্রথম এরিয়াল অ্যাকশন মুভি যার বেশিরভাগ শ্যুটিং আকাশেই হয়েছে। এই ছবিতে অংশ নিয়েছেন বাস্তবের বায়ুসেনা বিভাগের স্কোয়াডের সদস্যরাও। সত্যিকারের ফাইটার জেট প্লেন থেকে অ্যাকশন করেছেন এই ছবির তারকারা। ২০১৯-এ হওয়া পুলওয়ামার হামলা এবং বালাকোট বিমান হামলার ওপর ভিত্তি করে তৈরি হয়েছে সিদ্ধার্থ আনন্দের ছবি ‘ফাইটার’। গল্পটা হল পুলওয়ামা হামলার পর ভারতীয় বায়ুসেনার প্রতিশোধ নিয়ে। কীভাবে পাকিস্তানকে তাদের বর্ডারের ভিতর প্রবেশ করে পরাস্ত করা হয় সেটাই। ছবির প্রযোজনায় ভায়াকম স্টুডিওজ এবং মার্ফিক্লস পিকচার্স। নির্মাতা মমতা আনন্দ, রমণ চিব্ব, অঙ্কু পান্ডে, কেভিন ভিজ, অজিত, আন্ধারে। এই ছবির সঙ্গীত পরিচালনা করেছেন বিশাল-শেখর। ছবির পাঁচটি গান তিনি কম্পোজ করেছেন। একটি গান আগেই সুপারহিট হয়েছে।

আরও পড়ুন-বিজেপির বিরুদ্ধে বিজেপি, রাস্তায় দণ্ডি কেটে প্রতিবাদ

চরিত্রেরা
‘ফাইটার’-এ বায়ুসেনার স্কোয়াড্রন লিডার শামসের পাঠানিয়ার ওরফে প্যাটি-র চরিত্রে দেখা যাবে অভিনেতা হৃতিক রোশনকে। ছবির কথা ঘোষণার পর হৃত্বিকের ফার্স্ট লুক তাঁর অন্য সব ছবির মতোই ছিল চমকপ্রদ। কে বলবে ফাইটারের সুদর্শন স্কোয়াড্রন লিডার পাইলটের ভূমিকায় অভিনয় করছেন যিনি সেই অভিনেতার বয়স ৪৯ বছর। ফাইটার-এর জন্য ১২ সপ্তাহ ধরে কঠোর ওয়ার্ক আউটের পর চেহারা বদলে ফেলেছিলেন হৃতিক। আর তার সঙ্গে অ্যাকশন, রোমান্স দুইয়েই আগুন ঝরাবে আর এক স্কোয়াড্রান লিডার মিনাল রাঠোর যে চরিত্রে দেখা যাবে অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে। ছবির অপর গুরুত্বপূর্ণ চরিত্র গ্রুপ ক্যাপ্টেন রাকেশ জয় সিং ওরফে রকির ভূমিকায় দেখা যাবে অভিনেতা অনিল কাপুরকে। এছাড়া এই ছবিতে রয়েছেন অক্ষয় ওবেরয়, করণ সিং গ্রোভার, আকর্ষ অলগ, সঞ্জিদা শেখ-সহ আরও নামী অভিনেতা-অভিনেত্রীরা। ‘ফাইটার’ ছবির খলনায়ক আজহার আখতার ওরফে অভিনেতা ঋষভ শনে। দারুণ তাঁর অ্যাপিয়ারেন্স।

আরও পড়ুন-নির্মাণকর্মীদের জন্য রাজ্য সরকারের অভিনব ভাবনা, প্রতি জেলায় প্রশিক্ষণকেন্দ্র, হস্টেল

গল্পকার ও চিত্রনাট্যকার
অ্যাকশন, ডান্স, রোমান্সে ভরপুর এই ছবির গল্প লিখেছেন পরিচালক সিদ্ধার্থ আনন্দ, রমণ চিব্ব। চিত্রনাট্যকার রমণ চিব্ব এবং সংলাপে হুসেন এবং আব্বাস দালাল। ফাইটার সিদ্ধার্থের সঙ্গে হৃত্বিকের তৃতীয় ছবি। তাঁদের জুটি ইতিমধ্যেই বেশ সফল, যেটা শুরু হয়েছিল অ্যাকশন-প্যাকড মুভি ‘ব্যাং ব্যাং’ দিয়ে। তারপর মুক্তি পায় ‘ওয়ার’৷ যা সেই বছরের সর্বোচ্চ আয়কারী হিন্দি ছবি হিসেবে দাবি করা হয়। এবার তাঁদের তৃতীয় ভেঞ্চার ‘ফাইটার’। মুম্বই ছাড়াও এই ছবির শ্যুটিং হয়েছে অসম, হায়দারবাদ, জম্মু, কাশ্মীর ইত্যাদি জায়গায়। প্রজাতন্ত্র দিবসের ঠিক আগের দিন দেশের অন্যতম সুরক্ষাস্তম্ভ বায়ুসেনাদের কর্মকাণ্ড নিয়ে সত্য ঘটনার ওপর আধারিত এমন এক অ্যাকশন প্যাক ছবি দর্শকদের কাছে বছর শুরুর সেরা প্রাপ্তি হল বলা চলে।

Latest article