সংবাদদাতা, শিলিগুড়ি : বে-আইনিভাবে নদীর চর বিক্রিকাণ্ডে নাম জড়িয়েছে সিপিএম নেতার নাম। জমি দখল রুখতে অভিযানে নেমে ইতিমধ্যেই ৫০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য তথা শিলিগুড়ি সিপিএম নেতা জীবেশ সরকারের নাম জমি কেলেঙ্কারির সঙ্গে জড়িয়ে পড়ায় বামেদের মধ্যে নয়া অস্থিরতা তৈরি হয়েছে।
আরও পড়ুন-নিজেদের পঞ্চায়েতের বিরুদ্ধেই অভিযোগ বিজেপি সদস্যের আবাস যোজনায় ব্যাপক দুর্নীতি
কারণ প্রতিদিন শিলিগুড়িতে জমি মাফিয়া-সহ জমি কেলেঙ্কারির সঙ্গে যুক্তরা গ্রেফতার হচ্ছে। এমনকী সিপিএম নেতা জীবেশ সরকারের এক আত্মীয় দীপু সরকারকেও পুলিশ গ্রেফতার করেছে। মঙ্গলবার নিউ জলপাইগুড়ি থানার পুলিশ গোলাপ রায়, অনিল ঘোষ ও গোবিন্দ দাস নামে তিনজন জমি মাফিয়াকে গ্রেফতার করে। খড়িবাড়ি থানার পুলিশও এদিন ধর্মেন্দ্র গিরি, জিতেন্দ্র গিরি ও খোকন ঘোষ নামে তিন জমি মাফিয়াকে গ্রেফতার করে। এই চাপে পড়ে অভিযোগ থেকে বাঁচতে শিলিগুড়ি পুরসভার ডেপুটি মেয়র রঞ্জন সরকারকে ফোন করে বিষয়টি দেখার জন্য অনুরোধ করেছেন জীবেশবাবু। এই বিষয়ে রঞ্জন সরকার বলেন, ‘‘জীবেশ সরকার আমাকে ফোন করেছিলেন। আইন আইনের পথে চলবে। দোষী প্রমাণিত হলে শাস্তি হবে।’’