গুজরাটের দৌড় থামিয়ে দিল পাঞ্জাব

শীর্ষে থাকা গুজরাট টাইটান্সকে হারিয়ে জয়ে ফিরল পাঞ্জাব কিংস। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৩ রান তুলেছিল গুজরাট।

Must read

মুম্বই, ৩ মে : শীর্ষে থাকা গুজরাট টাইটান্সকে হারিয়ে জয়ে ফিরল পাঞ্জাব কিংস। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৩ রান তুলেছিল গুজরাট। ম্যাচ জিততে মায়াঙ্ক আগরওয়ালদের করতে হত ১৪৪ রান। ২৪ বল বাকি থাকতেই মাত্র ২ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় পাঞ্জাব। কাগিসো রাবাডার বোলিং (৪ উইকেট) ও শিখর ধাওয়ান (৬২ অপরাজিত), ভানুকা রাজাপক্ষ (৪০), লিয়াম লিভিংস্টোনের (৩০ অপরাজিত) ব্যাটে ভর করে গুজরাটকে হারাল পাঞ্জাব। চলতি আইপিএলে হার্দিক পাণ্ডিয়াদের এটি মাত্র দ্বিতীয় হার। হারলেও পয়েন্ট টেবলের শীর্ষেই থাকল গুজরাট। অন্যদিকে, ৮ উইকেটে ম্যাচ জিতে পাঁচ নম্বরে পৌঁছে গেলেন মায়াঙ্করা।

আরও পড়ুন-জমি দুর্নীতিতে গ্রেফতার সিপিএম ঘনিষ্ঠ ৫০, বামনেতা দ্বারস্থ তৃণমূলের

টস জিতে প্রথমে ব্যাট করে নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে গুজরাট। শুভমান গিল (৯) ও ঋদ্ধিমান সাহার (২১) ওপেনিং জুটি এদিনও ভরসা দিতে পারেনি। ঋদ্ধিমান শুরুতে ঝড় তুললেও রাবাডার কাছে পরাস্ত হন। গিল এদিনও ব্যর্থ। অধিনায়ক হার্দিক, ডেভিড মিলার, রাহুল তেওয়াটিয়ার মতো ফর্মে থাকা ব্যাটাররাও এদিন রান পাননি। তবে গুজরাট ইনিংসকে নির্ভরতা দেন সাই সুদর্শন। তামিলনাড়ুর ২০ বছর বয়সি এই বাঁ-হাতি ব্যাটার তিন নম্বরে ব্যাট করতে নেমে এদিন নজর কাড়লেন। দলের ব্যাটিং বিপর্যয়ের মধ্যে একা একটা দিক আঁকড়ে থেকে দলকে লড়াই করার মতো স্কোরে পৌঁছে দেন সুদর্শন। অপরাজিত থেকে যান ৬৫ রানে। পাঞ্জাবের হয়ে ৪ উইকেট নিয়ে সব থেকে সফল বোলার রাবাডা। ম্যাচের সেরাও হলেন তিনি।

Latest article